নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের পোশাক শিল্প কারখানায় কর্মরত এইচআর-এডমিন ও কমপ্লায়েন্স পেশাজীবিদের সামাজিক সংগঠন “এইচআর, এডমিন এন্ড কমপ্লায়েন্স আড্ডা”’র নাম পরিবর্তন করা হয়েছে। গত ১৪ জুলাই সংগঠনটির সকল সদস্যের অংশগ্রহণে রাজধানীর মিরপুরস্থ শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে এক আনন্দঘন পরিবেশে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকলের সম্মতিতে “এইচআর এন্ড কমপ্লায়েন্স সোসাইটি অব বাংলাদেশ” (HCSB) নামে নতুন নামকরণ করা হয়।
সংগঠনের মূখপত্র মি. এম মাহবুব আলমের সভাপতিত্বে পূণর্মিলনী অনুষ্ঠানে নারায়নগঞ্জ, গাজীপুর, আশুলিয়া, উত্তরা, মিরপুর ও তেঁজগাওসহ বিভিন্ন এলাকায় পোশাক শিল্পে কর্মরত সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
পূণর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনোয়ার সাদাত, ইমরানুল ইসলাস, লোকমান হোসেন লাভলু ও সোহেল রানা প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। পরে পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল সদস্যকে আপ্যায়ন করা
মতামত লিখুন :