Logo

কাশিমপুরে পোশাক কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে ৭ জন নিহত, বহু হতাহতের আশংকা

RMG Times
সোমবার, জুলাই ৩, ২০১৭
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : ​গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় অবস্থিত মাল্টিফ্যাবস লিমিটেড নামক একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় সাত জন নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছে আরও ২৬ জন। এছাড়া বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আজ ৩ জুলাই সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় ওই কারখানার একটি অংশ ধসে পড়েছে বলে জানা গেছে। এ ঘটনায় উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

একজন প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রচণ্ড শব্দে কারখানাটির বয়লার বিস্ফোরিত হয়। এতে কারখানায় আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢাকা পড়ে চারপাশ। শিগগিরই কারখানাটির ছাদের একটি অংশ ধ্বসে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক 

আক্তারুজ্জামান বলেন,  এ ঘটনায় কয়েকজনের লাশ উদ্ধার করা হয়েছে৷  আহত ব্যক্তিদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

এ ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷