ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটে (স্কিটি) ‘ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এন্ড কমপ্লায়েন্স’ বিষয়ক পাঁচদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২ এপ্রিল ২০১৭ তারিখ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণটি ০৬ এপ্রিল ২০১৭ তারিখে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। ঢাকার উত্তরায় স্কিটি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
[metaslider id=5811]
প্রশিক্ষণটিতে বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা ও উদ্যোক্তা হওয়ার স্বপ্নবাজ তরুণ তরুণীসহ ৪৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। পাঁচদিন ব্যাপি এই প্রশিক্ষণে উৎপাদন, পণ্য, উন্নয়ন ও ডিজাইন, পণ্যমান নিয়ন্ত্রণ, মজুতমাল নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা, শিল্প নিরাপত্তা, শিল্প ব্যবস্থাপনা ও ব্যবস্থাপকের কার্যাবলী, শিল্পে অনিয়ম-শৃঙ্খলা, পরিবেশ দুষণ নিয়ন্ত্রণ, বায়ার কোড অফ কনডাক্ট, উৎপাদনশীলতা উন্নয়নের কৌশলসহ শিল্প ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকান্ড নিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন বিষয় সহ ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স সম্পর্কেও বাস্তব ধারণা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মুশতাক হাসান মুহ. ইফতিখার। সভায় সভাপতিত্ব করেন স্কিটির অধ্যক্ষ আবদুল ওয়াদুদ।
প্রধান অতিথি মুশতাক হাসান মুহ. ইফতিখার দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে আরো বহুমাত্রিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘যে দেশের মাটি উর্বর, যেখানে জনবলের অভাব নেই, সেখানে নিজেদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে অনেক ভালো কিছু করা সম্ভব।’ এ ক্ষেত্রে তিনি বিসিক ও স্কিটির ভূমিকার প্রশংসা করেন।
তিনি আরো বলেন, দেশের মানুষ সঠিকভাবে প্রশিক্ষিত ও দক্ষ হয়ে উঠলে বিদেশে গিয়ে চাকরি করার আর প্রয়োজন থাকবে না। উদ্যোক্তা হয়ে উঠতে পারলে কেবল নিজের রোজগার নিশ্চিত করা যাবে, তাই নয়, অন্যদেরও কর্মসংস্থান করা যাবে।’
অধ্যক্ষ আবদুল ওয়াদুদ বলেন, ‘স্কিটি সীমিত সময় ও সাধ্যের মধ্যে তার প্রশিক্ষণার্থীদের হয়তো খুব বেশি শিক্ষিত করে তুলতে পারে না, কিন্তু এমনভাবে তাদের প্রশিক্ষিত করে তোলে, প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে এমনভাবে ধারণা দেয়, যাতে তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়।’
প্রশিক্ষণের অংশ নেয়া পোশাক শিল্প প্রতিষ্ঠান এজিএস ইন্টারন্যাশনাল এর পরিচালক জনাব তাহসিনুল হক বলেন, পাঁচদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি খুবই প্রাণবন্ত ও ফলপ্রসূ ছিল। স্বল্প খরচে এমন কার্যকরী প্রশিক্ষণ আয়োজন করার জন্য স্কিটি কর্তৃপক্ষকে প্রশংসা জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে রিসোর্স পার্সন অংশগ্রহণ করেন বিসিকের (ঢাকা) পরিচালক (বিপণন) মোঃ রেজাউল করিম, স্কিটির শিল্প ব্যবস্থাপনা অনুষদের প্রধান অনুষদ সদস্য প্রকৌশলী মোঃ আবুল খায়ের, গবেষণা ও পরামর্শদান অনুষদের প্রধান অনুষদ সদস্য প্রকৌশলী মোঃ আব্দুল খালেক, গবেষণা ও পরামর্শদান অনুষদের উর্ধ্বতন অনুষদ সদস্য খন্দকার সাহারা বেগম, ও শিল্প ব্যবস্থাপনা অনুষদের সহযোগী অনুষদ সদস্য মোঃ জাহাঙ্গীর আলম।
অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, স্কিটির অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল করিম, কসমো কনজুমার প্রোডাক্টস লি. এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুল হামিদ, এইচ আর – এডমিন এন্ড কমপ্লায়েন্স রিসোর্স পারসনেল মোঃ আব্দুর রহমান, পোশাক শিল্পের ক্রেতা প্রতিষ্ঠানের সিনিয়র ব্যক্তিত্ব ও স্টাইলেক্স এর হেড অফ সিএসআর কবির আহমেদ লিনজু, শিল্প মন্ত্রণালয়াধীন এনপিও এর সিনিয়র রিসার্চ অফিসার মোঃ নজরুল ইসলাম, পোশাক শিল্পের বিশ্ববিখ্যাত ক্রেতা প্রতিষ্ঠান আলদি এর কিউএমএস প্রশিক্ষক সঞ্জীব চক্রবর্তী, ও ফ্যাক্টরী কমপ্লায়েন্স ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক।
প্রশিক্ষণটির পরিচালনার দায়িত্বে ছিলে গবেষণা ও পরামর্শদান অনুষদের প্রধান অনুষধ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল খালেক ও সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন শিল্প ব্যবস্থাপনা অনুষদের সহযোগী অনুষদ সদস্য মোঃ জাহাঙ্গীর আলম।
মতামত লিখুন :