Logo

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ; তিন মন্ত্রীর সংবাদ সম্মেলন

RMG Times
সোমবার, ডিসেম্বর ১৯, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সাভারে তৈরি পোশাক কারখানায় অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য একটি মহলকে দায়ী করে গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদের ব্যানারে আশুলিয়ায় তিন মন্ত্রীর সংবাদ সম্মেলন হয়েছে।

রবিবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় এলাহি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় এই অভিযোগ করেছেন সরকারের তিন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের শ্রমমন্ত্রী মুজিবুল হক চুন্নু, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সিরাজ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিন মন্ত্রী বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতকে বিনষ্ট করার লক্ষ্যে কুচক্রী মহলের চক্রান্ত রয়েছে উল্লেখ করে শ্রমিকসহ সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

শ্রমমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, একটি চক্র আশুলিয়ায় গার্মেন্ট শিল্পের উৎপাদন বন্ধ করার জন্য গোপনে টাকা ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। তাই শ্রমিকদের গুজবে কান না দিয়ে সোমবার থেকে কারখানায় কাজে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান।

এসময় নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সিরাজ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে পদ্ধতিগত অগ্রসর হওয়ার পরামর্শ দেন। এসময় তিনি বলেন, শ্রম আইন অনুযায়ী পাঁচ বছরের পূর্বে কোনো প্রকার মজুরি কাঠামো গঠন বা তা নিয়ে আলোচনায় বসার বিধান নেই। তাই তিন বছর পর এ ব্যাপারে রিভিউ করার সুযোগ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসময় বলেন, যে সকল কুচক্রী মহল তৈরি পোশাক কারখানা অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে তাদের চিহ্নিত করা হয়েছে। সরকার এ ব্যাপারে মোটেও ভীত নয়। কথা না শুনলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত নাছিলেন সাভার-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান, বাংলাদেশ পুলিশের ডিআইজি নূরুজ্জামান শেখ, শিল্প পুলিশের প্রধান আব্দুস ছালামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা।

এসময় উপস্থিত ডজন খানেক শ্রমিক নেতা মজুরী কাঠামো বাস্তবায়ন ও বাড়ি ভাড়া বৃদ্ধিসহ নানা অভিযোগ এনে তাদের দাবিগুলো তুলে ধরেন। একইসঙ্গে সোমবার হতে সর্বস্তরের শ্রমিকদের কারখানায় কাজে যোগ দেওয়ারও অনুরোধ করেন।

গত কয়েক দিন ধরে আশুলিয়ার জামগড়ায় ন্যূনতম মজুরি কাঠামো (১০ হাজার টাকা) বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করে আসছিলো প্রায় ১০টি কারখানার শ্রমিকরা। সর্বশেষ রবিবার সকালে এসব কারখানার শ্রমিকরা সড়ক বিক্ষোভ করতে চাইলে কারখানাগুলোতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকায় আতঙ্কিত হয়ে আরো ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষনা করা হয়।