নিজস্ব প্রতিবেদক : বিশ্বাস করি, মায়ের দোয়া সর্বক্ষণ যার সাথে থাকে তার অনিষ্ট করার শক্তি শয়তানেরও নাই । নিশ্চয়ই স্ত্রী, পুত্র-কন্যা নিয়ে সুখে আছ । তুমি শান্তিতে থাকলে পৃথিবীর যে মানুষটা সবচেয়ে বেশি খুশি সেটা তোমার এই বৃদ্ধ মা । আমিও খুব ভালো আছি তবে শরীরের কমজোরী স্বাক্ষী দিচ্ছে, বোধহয় বেশিদিন থাকা হবে না তোমাদের শহরের কাছাকাছি । অনেকদিন তোমাকে না দেখতে দেখতে তোমার ছবিখানা ঝাপসা হয়ে গেছে । অবশ্য এটা আমার দুর্বল দৃষ্টিশক্তির দোষ। তবে ভেবোনা কেননা তোমার মায়ের হৃদয়ের সবটা জুড়ে শুধু তোমার ছবিখানাই অঙ্কন করা । তারপরেও খুব ইচ্ছা করে, শেষ যাত্রার আগে তোমাকে একটি বার দেখতে, তোমার মাথায় হাত রাখতে । খোকা! কেমন আছিস ? মুখোমুখি দাঁড়িয়ে এটা জিজ্ঞাসা করতে । এখানে আমার প্রতিবেশীরা যখন জিজ্ঞাসা করে আপনার ছেলে তো বিশাল অফিসার, শহরের নামকরা ব্যক্তি, ধণ-দৌলতের অভাব নাই, তারপরেও আপনি কেন বৃদ্ধাশ্রমে ? জানিস খোকা! তোমার দুর্নাম হয় এমন কিছুই তাদের কাছে বলিনা । আমার মস্তিষ্ক আমার সাথে গোয়ার্তুমি করলেও এই একটি ব্যাপারে উত্তর দিতে সে বেশ সক্রিয়তার ভূমিকায় থাকে । হেসে হেসে বলি, বৃদ্ধ বয়সে একটু নিভৃতে খোদাকে ডাকবো বলেই এই আড়ালো আসা । তাছাড়া আমার খোকা আমাকে ছাড়া কিছুই বোঝে না । তার ধ্যনা-জ্ঞানের সবটুকু জুড়েই আমি । তোমার ব্যস্ততার কারনে হয়ত তুমি ফোন করার সময় পাওনা তবে আমি ওদের সামনে গিয়ে ফোনটাকে কানের কাছে ধরে প্রতিদিন তোমার সাথে কথা বলার অভিনয় করি । মিছি-মিছি জিজ্ঞাসা করি, খোকা আমাকে নিয়ে তুই এত ভাবিস কেন ? আমি খুব ভালো আছি । তোমার কণ্ঠস্বর শোনার প্রতীক্ষায় প্রহর গুনি । আমার শ্রবনশক্তির সৌভাগ্য হয়না বহুদিনের পরিচিত তোমার কণ্ঠ ধ্বনির ছোঁয়া পাওয়া । এতবার মা ডাকের স্বাক্ষী হওয়া । তারপরেও কাউকে বুঝতে দিই না, আমার খোকা আমার থেকে দূরে আছে ।
[metaslider id=2669]
এমন হাজার মায়েরা মনের মধ্যে কষ্ট নিয়ে মুখ থুবড়ে পরে আছে বাংলাদেশ এর অনেক বৃদ্ধাশ্রমে। যাদের অনেকের আত্মীয় স্বজন থাকার পরেও থাকতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। এমনই কিছু মায়েদের শেষ ঠিকানা হল “আপন নিবাস বিদ্যাশ্রম”।
গতকাল শুক্রবার ঢাকার উত্তরাস্থ উত্তরখান এলাকার মৈনারটেক এ বৈকাল স্কুল সংলগ্ন অবস্থিত “আপন নিবাস বৃদ্ধাশ্রম” নামের বৃদ্ধাশ্রমের অসহায় বৃদ্ধা মায়েদের দেখতে আসেন পোশাক শিল্প কারখানায় কর্মরত পেশাজীবিদের সংগঠন “বাংলাদেশ কমপ্লায়েন্স প্রফেশনালস সোসাইটি (বিসিপিএস) এর সদস্যরা।
আপন নিবাস বৃদ্ধাশ্রম পরিদর্শনে এসে বিসিপিএস এর সদস্যরা বৃদ্ধ মায়েদের কাছে বসে গল্প করে প্রায় কয়েক ঘন্টা সময় কাটান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাঈম হোসাইন, সাধারন সম্পাদক রাশেদ খান, অর্থ সম্পাদক হাসেম মিয়া, সদস্য সম্পাদক আছমা আক্তর ইতি, গবেষণা সম্পাদক নিঝুম নিপা, হিসাব সম্পাদক ফারহানা হক রিয়া ও মিল্টন প্রমূখ।
সংগঠনের সভাপতি নাঈম হোসাইন বলেন, উত্তরায় আপন নিবাস বৃদ্ধাশ্রমটির কথা শুনেছিলাম বেশ কিছুদিন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বৃদ্ধ মায়েদের সাথে কিছু সময় কাটানোর জন্য এসছিলাম আমরা। এই প্রথমবার কোনো বৃদ্ধাশ্রমে আসলাম। মায়েদের এমন অসহায় অবস্থা দেখে দু’চোখের পানি ধরে রাখতে পারিনি কেউ। আমরা তাৎক্ষণিকভাবে আপন নিবাসে বসবাস করা বৃদ্ধ মায়েদের জন্য কিছুদিনের খাদ্য সামগ্রী কিনে দিয়েছি।
তিনি আরও বলেন, সংগঠনের পক্ষ থেকে আপন নিবাস বৃদ্ধাশ্রমটিতে আমাদের সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবো।
এসময় তিনি সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে বৃদ্ধাশ্রমটির জন্য সহযোগিতা করার সিদ্ধান্ত নেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন।
মতামত লিখুন :