নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রীণ বিল্ডিং কাউন্সিল কর্তৃক বিশ্বের শীর্ষস্থানীয় পরিবেশ বান্ধব কারখানা হিসেবে স্বীকৃত দেশের অন্যতম নীট পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্লামি ফ্যাশনস লিমিটেড পেয়েছে পরিবেশ বিষয়ে দেশের সর্বোচ্চ সম্মাননা জাতীয় পরিবেশ পদক ২০১৬
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেন। প্রতিবছর বন ও পরিবেশ মন্ত্রণালয় রাষ্ট্রীয়ভাবে এই পদকের আয়োজন করে। প্লামি ফ্যাশনস লিমিটেড এর পক্ষে প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে প্লামি ফ্যাশনস পরিবেশবান্ধব কারখানা হিসেবে ইউএসজিবিসি থেকে লিড প্লাটিনাম সনদ অর্জনের পাশাপাশি ৯২ পয়েন্ট পেয়ে বিশ্বের পরিবেশ বান্ধব নিট কারখানা (গ্রীণেস্ট নিট ফ্যাক্টরির) স্বীকৃতি পেয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৬ একর জমিতে সুপরিকল্পিতভাবে সবুজে ঘেরা দৃষ্টিনন্দন এই কারখানাটি নির্মাণ করা হয়েছে। বৃষ্টি ও ভূঅভ্যন্তস্থ পানি সংরক্ষণ, রিসাইক্লিং ও রি-ইউজিং সুবিধার্থে এখানে স্থাপন করা হয়েছে সর্বোৎকৃষ্ট মানের ন্যাচারাল ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। কারখানার অভ্যন্তরে অবস্থিত প্রাকৃতিক হৃদটি শুধু পরিবেশের ভারসাম্যই নিশ্চিত করে না, বিনোদন ও প্রশান্তিময় অনুভূতির সঞ্চার করে, যা কর্মব্যস্ত জীবনের জন্য অপরিহার্য্য। কারখানাটিতে ক্লোরোফ্লোরো কার্বন মুক্ত শীতলীকরণ ব্যবস্থা, কার্যকরী ওয়াটার ফিক্সচারস, এলইডি লাইটিং সিস্টেম, কার্বন নিঃসরণ কমানোর জন্য কম শক্তিসম্পন্ন এনার্জি প্লান্ট, দেশের সর্ববৃহৎ সোলার এনার্জি প্ল্যান্ট স্থাপন সহ প্রাকৃতিক সূর্যকিরণকে কাজে লাগিয়ে আলো সরবরাহের ব্যবস্থা রয়েছে।
পরিবেশের উপরে অত্যধিক গুরুত্ব দেয়ার পাশাপাশি প্লামি ফ্যাশনস কর্মীদের জন্য আরামপ্রদ ও নিরাপদ কর্মক্ষেত্র, পৃথক শিশু যত্ন কক্ষ, স্বাস্থ্য সেবা, গোসলের সুব্যবস্থা, বিনোদন এবং প্রশিক্ষণ প্রদান প্রভৃতি বিষয়গুলোও নিশ্চিত করছে। নিরাপত্তা, সমানাধিকার এবং কর্মী কল্যাণের সমন্বয়ে আধুনিক কর্মক্ষেত্রের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে রয়েছে নিবেদিত কমিটি।
প্লামি ফ্যাশনস ইতোমধ্যে বিভিন্ন নেতৃস্থানীয় ব্রান্ড, খুচরা বিক্রেতা, নীতি নির্ধারক, উদ্যোক্তা, সিভিল সোসাইটি, শ্রমিকসহ সমাজের বিভিন্ন শ্রেণীর অকুণ্ঠ সমর্থন ও প্রশংসা পেয়েছে। পনেরেশো এর অধিক শ্রমিক প্রতিমাসে দশ লক্ষাধিক নিট পোশাক বিশেষ করে টি-শার্ট, পোলো শার্ট তৈরি করছে, যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানী করা হচ্ছে।
প্লামি ফ্যাশনস বাংলাদেশে একটি টেকসই ও জবাবদিহিতামূলক ব্যবসায় পরিবেশ তৈরি করতে অঙ্গীকারবদ্ধ একইসাথে একটি নির্দিষ্ট ও আদর্শ ব্যবসায়িক মডেলের দৃষ্টান্ত স্থাপনের উদ্যোগ নিয়েছে যাতে উৎপাদনকারী এবং ক্রেতা উভয়ই লাভবান হতে এই মডেলটি অনুসরণ করতে পারেন।
মতামত লিখুন :