নিজস্ব প্রতিবেদক : নেতৃস্থানীয় অলাভজনক সংস্থা সেডেক্স এর সাথে বিএসসিআই এর এক সাথে কাজ করতে ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে এক সমঝোতা স্বারক সাক্ষরিত হয়েছে। গত মাসের শেষের দিকে এমন একটি চুক্তির কথা সেডেক্স তাদের ওয়েবসাইট এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সেডেক্স একটি নেতৃস্থানীয় অলাভজনক প্রতিষ্ঠান যা ক্রেতা, সরবরাহকারী ও আন্তর্জাতিক সাপ্লাই চেইন উন্নত করতে কাজ করছে। অন্য দিকে, বিএসসিআই ইউরোপের একটি নেতৃস্থানীয় ব্যবসা – চালিত উদ্যোগ যারা বিশ্বব্যাপী তাদের সদস্য ব্র্যান্ড, সরবরাহকারি ও কারখানার/খামারের অবস্থার উন্নয়নে কাজ করে।
এই চুক্তির ফলে এই দুটি প্রতিষ্ঠান অত্যন্ত ঘনিষ্ঠভাবে তাদের সদস্যদের স্বার্থে কাজ করবে। এর মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত হবে। সেডেক্স এর প্রধান নির্বাহী বলেন, মাসের পর মাস আলোচনার পর আমরা অত্যন্ত উচ্ছ্বসিত যে আমরা বিএসসিআই ও সেডেক্স সমঝোতা চুক্তিতে আবদ্ধ হয়েছি।
ফরেইন ট্রেড এসোসিয়েশন (এফটিএ) এর মহাপরিচালক ক্রিস্টিয়ান ইউয়ারট বলেন, আমরা বাজারের উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবো, যদিও উভয় প্রতিষ্ঠান তাদের সদস্য, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলাদা সত্ত্বই থাকবে।
এ বিষয়ে এক পোশাক কারখানা মালিকের সাথে কথা হলে তিনি বলেন, চাহিদা প্রায় একই ধরনের থাকা সত্ত্বেও অনেক সময়ই আমাদের ভিন্ন ভিন্ন ক্রেতার জন্য ভিন্ন ভিন্ন অডিট করাতে হয়। এ ধরনের সমঝোতা হলে দুটি প্রতিষ্ঠানের সদস্যরা যদি দুটি প্লাটফর্ম ব্যবহার করতে পারে তবে আমাদের একটি অডিট অন্তত কমতে পারে যা আর্থিকভাবেও আমাদের জন্য সহযোগিতা হবে।
বিশ্বের অন্যতম বৃহৎ একটি অডিট কোম্পানির ঢাকা অফিসের ব্যবস্থাপকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রায় অনেকদিন ধরেই এ ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে। বিএসসিআই ও আইসিএস এর মধ্যেও একই ধরনের সমঝোতা হয়েছে। কিছু নামি দামি ব্র্যান্ডও এ ধরনের সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছে।
এ ধরনের সমঝোতা অডিট ব্যবসায় প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অডিট এর সংখ্যা কমানোই হয়তো এ ধরনের উদ্যোগের মুল উদ্দেশ্য। সেটা আমরা স্বাগত জানাই তবে খরচ কমাতে গিয়ে কারখানাগুলি ও ফার্ম গুলি যেন কমপ্লায়েন্স চর্চার ক্ষেত্রে গুরুত্ব হারিয়ে না ফেলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ বছরে ৩/৪ বার অডিট করাতে হলে কারখানাগুলিকে সব সময় প্রস্তুত থাকতে হয়, তাই এটাকে স্থায়ী একটি প্রক্রিয়ায় আনতেই চেষ্টা করেন কর্তৃপক্ষ।
মতামত লিখুন :