ডেস্ক রিপোর্ট : নগরীর বিসিক শিল্প এলাকায় রাজশাহী অঞ্চলের এযাবত কালের বৃহত্তম গার্মেন্টস কারখানা নির্মিত হতে যাচ্ছে, এতে প্রায় পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হবে। পাশাপাশি একটি অটো কার ফ্যাক্টরি স্থাপনের প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে।
অর্থনৈতিক অবস্থা জোরদার ও বেকারত্ব নিরসনের লক্ষ্যে এনা গ্রুপ লিমিটেড শিল্পক্ষেত্রে পিছিয়ে থাকা রাজশাহী অঞ্চলে এই কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।
এনা গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক ড.মুসলেহউদ্দিন স্থানীয় সাংবাদিকদের বলেন, আগামী বছরের শুরুর দিকে শতভাগ রফতানিমুখী এই শোয়েটার কারখানা চালু হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে প্রতিদিন প্রায় ২০,০০০শোয়েটার তৈরি হবে ,পর্যায়ক্রমে দৈনিক উৎপাদন দাঁড়াবে ১০ লাখ। কারখানার ৬তলা ভবন নির্মানের কাজ দ্রুত এগিয়ে চলছে।
এরআগে ৮মার্চ নিটল নিলয় গ্রুপ নিলয় গ্রুপ তাদের ‘নিলয়-উসমান মটর ইন্ডাষ্ট্রি লিমিটেড’র অধীনে রাজশাহী বিসিক শিল্প এলাকায় একটি হিউম্যান হলার ইন্ডাষ্ট্রি চালু করেছে। এখানে পরোক্ষভাবে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বিসিকের উপব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম বলেন, আরো কয়েকটি বড় কোম্পানি বিসিক শিল্প এলাকায় বিনিয়োগ করেছে। রুগ্ন ও বন্ধ হয়ে যাওয়া শিল্পের স্থলে নতুন উদ্যোক্তা ও টেকসই শিল্প প্রতিস্থাপিত হচ্ছে।
রুগ্ন শিল্প শাহী ফেব্রিক্স ও শাহ মকদুম সিল্ক ইন্ডাষ্ট্রির বিদ্যমান অবকাঠামো সরিয়ে নেয়া হচ্ছে। দীর্ঘ সময় ধরে এসব বন্ধ থাকায় এ উদ্যোগ নেয়া হয়।
তিনি বলেন, গত ১৮ থেকে ২০ বছরে ১০০ বেশি শিল্প ইউনিট রুগ্ন ও বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে উৎপাদন ও পণ্যের বাজার প্রসারিত হওয়ায় বর্তমানে এই প্রবণতা শুন্যের কোঠায় নেমে এসেছে।
স্থানীয় শিল্পউদ্যোক্তারা রুগ্ন শিল্প পুনরায় চালু করার ব্যাপারে আগ্রহ দেখালে এবং মালিকানা হস্তান্তরের পর সফলভাবে ব্যাবসা পরিচালনা করায় গত কয়েক বছরে বেশীরভাগ শিল্প ইউনিট লাভজনক হয়েছে।
এদের মধ্যে অনেকে সম্ভাবনাময় অন্যান্য শিল্প ইউনিট প্রতিষ্ঠার জন্য নতুন প্লট পাওয়ার চেষ্টা করছে।
আজহারুল ইসলাম বলেন, ২০০ শিল্পপ্লটের মধ্যে ১৯০টি ইউনিট মুনাফা অর্জন করেছে, অপর ১০টি ইউনিট অচিরেই উৎপাদনে যাওয়ার অপেক্ষায় রয়েছে।
বিসিক এস্টেটে ৩২৫টি প্লট রয়েছে। ১৯৬১ সালে ৯৫.৭১ একর জমিতে এস্টেট প্রতিষ্ঠা করা হয়।
এখানে অনেকগুলো সিল্ক কাপড় উৎপাদন ইন্ডাষ্ট্রি রয়েছে।
১০হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য এখানে ৫০০ বেশী শিল্পপ্লট নিয়ে নতুন শিল্প এলাকা গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য পবা উপজেলার নলকোলা এলাকায় ৫০ একর জমি নিয়ে একটি স্থান নির্ধারণ করা হয়েছে।
রাজশাহী চেন্বার অব কমার্স সভাপতি মুনিরুজ্জামান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বিসিক এস্টেট ব্যাবসায়িকভাবে সুবিধাজনক উল্লেখ করে বলেন, উৎপাদন খরচ কমাতে বিসিকে গ্যাস সংযোগের দাবি জানান। সূত্র : বাসস
মতামত লিখুন :