Logo

টেক্সট্রিম ফ্যাশনের আয়োজনে মনোমুগ্ধকর শীতকালীন উৎসব

RMG Times
বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্টঃ শ্রমজীবির শীতকালীন উৎসব-২০২৪ ইং এর আয়োজন টা ছিল মনোমুগ্ধকর। এই অনুষ্ঠানটি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের এর সমন্বয়ে সাজানো ছিল। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর একঘেয়েমি কাটানোর জন্য শ্রমিকদের নিয়ে এই অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নেন কারখানার মহাব্যবস্থাপক মন্জুরুল ইসলাম।এই অনুষ্ঠানাটি সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সাজানো ও পরিচালনা করার লক্ষ্যে একটি আয়োজক কমিটি গঠন করা হয় ।প্রধান আয়োজক এবং তার সহযোগিদের সহযোগিতায় অনুষ্ঠানের মঞ্চ ,গেট ,দোকানপাট,বসার স্থান সহ বিভিন্ন সাজসজ্জার ব্যবস্থাপনা করেন । অনুষ্ঠানটি বিভিন্ন আধুনিকতার ছোয়ায় সুসজ্জিত ছিল । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার জনাব মো:সারোয়ার আলম ,টেক্সট্রিম ফ্যাশন লি: এর মহাব্যবস্থাপক মন্জুরুল ইসলাম ,অন্যান্য কারখানা এবং স্থানীয় বাসিন্দাগন ।প্রধান অতিথি জনাব সারোয়অর আলম (এসপি) এবং মন্জুরুল ইসলাম (মহাব্যবস্থাপক ) এর ফিতা কেটে উদ্বধনীর মাধ্যমে অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়। যেসব অনুষ্ঠানের সমন্বয়ে এই অনুষ্ঠানটি পরিচালিত হয় সেইগুলো ছিল বেশ আকর্ষনীয় ও মনোমুগ্ধকর:

সেরা কর্মজীবি নির্বাচন: সেরা কর্মজবিী নির্বাচনের আয়োজক ছিলেন মো: আশরাফুল (সি,অফিসার কমপ্লায়েন্স)এবং সহযোগী আয়োজক ছিলেন আসাদুজ্জামান (জি পি কিউ টিম লিডার)।উক্ত অনুষ্ঠানের অন্যতম আকর্ষীয় ছিল সেরা কর্মী নির্বাচন যা বিচারকদের ফলাফলের উপর ভিত্তি করে সেরা কর্মজীবি নির্বাচন করা হয় ।এটা ছিল বেশ চমোকপ্রদ।এটা নির্বাচনের প্রক্রিয়া ছিল অনেক কষ্টসাধ্য। বিভিন্ন ধাপ পাড়ি দেওয়ার পর সেরা হিসাবে বিবেচিত হওয়ার গৌারব অর্জন করতে পারবে। সম্পূর্ন কারখানসার সব সেকশন থেকে সকল কর্মীদের অংশগ্রহন করতে পারবে। সেরা কর্মী নির্বাচনের প্রথম ধাপ স্কিল টেষ্ট কর্মীদের নিজস্ব কর্মদক্ষতার ভিত্তিতে তাদের স্কিল টেষ্ট নেওয়া হয় । (অপারেটরদের মেশিন চালনা করা,কিউ আই দের গার্মেন্টস চেক)। এখানে বিজয়ী ঘোষনা করা হয়।

পরবর্তী ধাপ সম্পন্ন করা হয় লিখিত পরিক্ষার মাধ্যমে ,যেখানে কৃতকার্য হবে প্রতি বিভাগ থেকে মাত্র ৩ জন করে উক্ত পরিক্ষায় যারা কৃতকার্য হন তাদেরকে ৩য় ধাপ কুইক কুইজ এ অংশগ্রহনের সুযোগ পান। এই কুইক কুইজ প্রতিযোগীদের মধ্য থেকে একই ভাবে ২জন করে প্রতিযোগীদের বিজয়ী ঘোষনা দেওয়া হয়। এই বিজয়ীগন ৪র্থ ধাপে অংশগ্রহনের সুযোগ পান । এই রাউন্ডের সেরাকর্মী নির্বাচনের প্রতিযোগীতা ছিল বেশ আকর্ষনীয় খেলার মাধ্যমে। খেলাটির নামকরন ছিল ইফিসিয়েন্সি টেষ্ট। এই খেলাটি ছিল প্রথম ষ্টেপ থেকে দৌড়ে আসবে ,২য় স্টোপেজ এ সিজার এবং বিভিন্ন রংয়ের ৫ টি ফেব্রিক্স রাখা হয় সেখান থেকে সেগুলো ৫ টি টুকরা করে ৩য় স্টোপেজ এ দৌড়ে আসবে যেখানে একটি হ্যাংগার থাকবে যেখানে ১ থেকে ৫ টি সংখ্যার প্রতীক সিরিয়াল/এলামেলো ভাবে থাকবে এবং বিভিন্ন রঙয়ের কাপড় গুলো বেধে রাখবে এবং শেষ স্টোপেজ এ ৫ টি কালারের ফ্লাগ থাকবে যেখানে ১ থেকে ৫ সংখ্যা প্রতীক এলোমেলো ভাবে পোস্টেড করা থাকবে পিছনের স্টোপেজ এ যে পতাকাগুলো যে সংখ্যায় বাধা হয়েছিল ঐ সংখ্যা অনুযায়ী ফ্লাগ উঠানো লাগবে এবং কমপ্লিট হয়ে গেলে হাত উঠিয়ে আপ বলে খেলা শেষ করতে হবে। এই খেলাটির প্রতিযোগি নির্বাচন করা হয় সবচেয়ে কম সময়ে যে সঠিকভাবে ফ্লাগ আপ করতে পারবে।

এই সেরা শ্রমজীবি নির্বাচনের ফাইনাল রাউন্ড টি ছিল আরো আকর্ষনীয়, রানিং পয়েন্ট এ ৫ টি বেলুন রাখা হয় এবং নির্দিষ্ট দূরত্বে একটা হ্যাংগার রাখা হয় । বেলুনগুলো মুখ দিয়ে ফুলিয়ে সামনে রাখা হ্যাংগার এ ঝুলিয়ে রাখতে হবে এবং রানিং পয়েন্ট খেকে ”র” নিক্ষেপ করে বেলুন ফুটাতে হবে। সবচেয়ে অল্প সময়ে বেশি পরিমান বেলুন ফুটিয়ে সেরা কর্মজীবি হয়ে সেরা কর্মজীবির নির্বাচনের ফাইনাল রাউন্ড প্রতিযোগীতার সমাপ্তি করেন মোছা: শায়লা রশিদ অপারেটর লাইন নং -৫।

পিঠা উৎসব: শ্রমজীবির শীতকালীন উৎসব-২০২৪ ইং এ জাকজমকপূর্ন পরিবেশে পিঠা উৎসবের আয়োজন করা হয় । পিঠা উৎসবটি সাজানো হয়েছিল কারখানার কর্মীদের ভিতর থেকে এন্ট্রি ফি এর মাধ্যমে দোকান দেওয়ার ব্যাবস্থা করা হয়েছিল। তারা বিভিন্ন ডিজাইন এবং স্বাদের পিঠা তৈরি করে উক্ত দোকানে বিক্রি করেন।

প্রধান অতিথি জনাব সারোয়ার আলম পুলিশ সুপার শিল্পাঞ্চল-০১ ,টেক্সট্রিম ফ্যাশন লি; এর মহাব্যবস্থাপক মন্জুরুল ইসলাম সাহেব এবং অতিথি বৃন্দ পিঠার দোকান পরিদর্শন করেন এবং পিঠা খেয়ে অনেক প্রশংসা করেন।পিঠা উসব এ যেসকল কর্মীগন অংশগ্রহন করেছিলেন বিচারকগনের মাধ্যমে পিঠার স্বাদ,আকার,পরিচ্ছন্নতা,পরিবেশন ইত্যাদি বিষয়ের উপর নাম্বার প্রদানের মাধ্যমে বেষ্ট পিঠা নির্বাচন করেন এবং তাহাকে পুরষ্কার দিয়ে সম্মানিত করা হয়।

ট্যালেন্ট অব দ্যা জুনিয়র: অনুষ্ঠানটি সাজানো হয়েছিল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে। কিন্তু ট্যালেন্ট অব দ্যা জুনিয়র-২৪ ইং টি ছিল সম্পূর্ন ব্যতীক্রমধর্মী। দর্শকদের মনকে বেশ আকৃষ্ট করেছিল এই অনুষ্ঠানটি। এর আয়োজক মো: নাজমুল হাসান(ক্যাড মাষ্টার) এবং সহযোগী আয়োজক আম্বিয়া আক্তার(কিউ আই) এর তত্বাবধানে বেশ কয়েকটি নিয়ম-কানুন অনুসরনের মাধ্যমে ট্যালেন্ট অব দ্যা জুনিয়র পরিচালনা করা হয়।

টেক্সট্রিম ফ্যাশন লি: এ কর্মরত কর্মীদের ছেলে-মেয়ে যারা ১৪ বছরের নিচে কেবলমাত্র তারাই এই অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারবে। প্রথম পর্বের প্রোগ্রামে অংশগ্রহণকারীদের যে কোন বিষয়ে যেমন নাচ, গান, কবিতা আবৃতি, কোরআন তেলওয়াতসহ অন্যান্য যে কোন প্রতিভা ভিডিও করে / সরাসরি প্রাথমিক বাছায়ের জন্য উপ পরিচালক বরাবর নাম জমা দিতে হয়। বিচারকের মাধ্যমে ২য় পর্বের অংশগ্রহণকারীদের বাছাই করিবেন। একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ ২ টি করে ভিডিও জমা দিতে পারবেন। ট্যালেন্ট অফ দ্যা জুনিয়র এর বিচারক গণ মোট ৮- ১০ জন অংশগ্রহণকারীদের ফাইনাল মঞ্চে অংশগ্রহণ করার জন্য সুযোগ দিবেন। মূল অনুষ্ঠানের দিন বাছাই পর্বের বিজয়ী ১০ জন কে মেইন স্টেজ পারফরমেন্স মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরা হয়। বিচারকগণ তাদের প্রত্যেক অংশগ্রহণকারীর পারফরমেন্স দেখে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেরা ১ম ট্যালেন্ট অফ দ্যা জুনিয়র -২০২৪ এবং সেরা ২য় ট্যালেন্ট অফ দ্যা জুনিয়র -২০২৪ নির্বাচিত করিবেন। সেরা ১ম ট্যালেন্ট অফ দ্যা জুনিয়র -২০২৪ এবং সেরা ২য় ট্যালেন্ট অফ দ্যা জুনিয়র -২০২৪ পারফরমেন্স কারীর প্রত্যেক জুনিয়র এর জন্য টেক্সট্রিম ফ্যাশন লিঃ এর মহাব্যবস্থাপক জনাব মন্জুরুল ইসলাম পুরষ্কার তুলে দেন।

র‌্যাম্প-শো: শীতকালীন শ্রমজীবির অনুষ্ঠান-২৪ এর একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি ছিল র‌্যাম্প শো। করিম রানা (মার্চেন্ডাইজার ) এবং সাইমন (মার্চেন্ডাইজার) এর আয়োজনে কারখানার ভিতর থেকে র‌্যাম্প শো এর জন্য কর্মীদের থেকে নামের তালিকা নেওয়া হয় এবং যাচাই বাচাই শেষে উক্ত কর্মসূচিতে অংশগ্রহনের সুযোগ পান। টেক্সট্রিম ফ্যাশন লি: এর তৈরিকৃত পোশাক পরিধানের মাধ্যমে তারা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে র‌্যাম্প শো টি ফুটিয়ে তোলেন। বিচারকগনের নাম্বারের ভিত্তিতে চ্যাম্পিয়ন নির্বাচন করে তাকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। তাছাড়াও র‌্যাম্প শো তে যারা অংশগ্রহন করেন তাদের সকলকেই কারখানার মহাব্যবস্থাপক মন্জুরুল ইসলাম সাহেব র‌্যাম্প শোতে পরিধানকৃত কারখানার পোশাকগুলো উপহার দেন।

প্রতিভা ষ্টোর: শ্রমজীবির শীতকালীন উৎসব-২৪ ইং এর অন্যতম কর্মসূচি ছিল প্রতিভা ষ্টোর।জাহাঙ্গীর আলম (সহ.কোয়ালিটি ম্যানেজার) এবং শফিকুল ইসলাম (কোয়ালিটি ইনচার্জ ) এর যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রতিভা ষ্টোর পরিচালনা করা হয়। কারখানার কর্মীদের প্রতিভা বিকাশের সুয়োগ দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজনটা করা হয়।কর্মীগন তাদের নিজ হাতে তৈরিকৃত বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি করে নিয়ে আসেন এবং এই প্রতিভা ষ্টোরে তাদের শিল্পকর্মগুলো রাখা হয়। সবচেয়ে সুন্দর ও সুশ্লিল কারুকর্ম করে চ্যাম্পিয়ন হয়ে মন্জুরুল ইসলাম স্যারের হাত থেকে পুরষ্কার অর্জন করেন মোছা : আফরোজা পদবী :অপারেটর

লটারি: বেলাল হোসেন (ফিনিশিং ইনচার্জ) এবং জাকারিয়া (ফিনিশিং সুপারভাইজার) এর আয়োজনে লটারি খেলাটি সম্পাদিত হয়। প্রথম পুরষ্কার হিসাবে ছিল ৩২” রঙ্গিন টিভি ২য় ২৪” টিভি এবং ৩য় পুরষ্কার ছিল বাইসাইকেল সহ মোট শতাধিক পুরষ্কার । অত্যান্ত সুশৃঙ্খলভাবে লটারি খেলা সম্পন্ন করা হয় ও বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।

নিরাপত্তা ও অভ্যর্থনা: প্রতেকটা অনুষ্ঠান পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় নিরাপত্তা ও অভ্যর্থনা ।প্রধান অতিথি সহ সকল অতিথি এবং কারখানার সকল কর্মীদের নিরাপত্তা এবং অভ্যর্থনার বিষয়টি ছিল খুবই সুশৃঙ্খল।

সাংস্কৃতিক পরিচালনা: শাহাদাত হোসেন এবং আর্জানা আক্তারের পরিচালনায় সকল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মহাব্যবস্থাপক মন্জুরুল ইসলাম একটি কবিতা আবৃতি করেন যা সকলেই মুগ্ধ হন এবং সকলেই অনেক প্রশংসা করেন।তাছাড়া অনেক কর্শীই বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন। তাদের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রত্যেকটা কর্মসূচী খুব সুন্দর ও নিয়মতান্ত্রিক ভাবে পরিচালিত হয় এবং দর্শকবৃন্দ আনন্দের সাথে সকল অনুষ্ঠান উপভোগ করেন।

সবশেষে বলা যায় অনুষ্ঠানটি ছিল খুবই মনোমুগ্ধকর। যা সকলেরই নজর কেড়েছে। সকল কর্মীগন অনেক খুশি ছিলেন।সকলের চাওয়া ছিল প্রতিবছর তারা যেনো এই ধরনের অনুষ্ঠানে উপভোগ করতে পারে । টেক্সট্রিম প্যাশন লি: এর মহাব্যবস্থাপক মন্জুরুল ইসলাম সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।