Logo

পোশাক শিল্পের উন্নয়নে পিপিপি বাড়ানোর আশ্বাস

RMG Times
মঙ্গলবার, জুলাই ১০, ২০১৮
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: তৈরি পোশাক শিল্পের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বাড়ানোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ কামরুজ্জামান।

গতকাল সোমবার রাজধানীর কারওয়ানবাজার বিজিএমইএ অফিসে বিটিএমসি চেয়ারম্যান বিজিএমইএ’র নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন।

সাক্ষাতকালে পোশাকশিল্প ও বাংলাদেশ টেক্সটাইল মিলসের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে পোশাক খাতের উন্নয়ন ও রফতানি বাড়াতে পিপিপি ভিত্তিতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় বিটিএমসির চেয়ারম্যান এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

সাক্ষাতকালে বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, পরিচালক আ ন ম সাইফউদ্দীন এবং বিটিএমসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।