Logo

পরিবেশ দূষিত করায় চট্টগ্রামে দুই পোশাক কারখানাকে জরিমানা

RMG Times
সোমবার, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
  • শেয়ার করুন

 

ডেস্ক রিপোর্ট : ত্রুটিপূর্ণভাবে ইটিপি পরিচালনা এবং তরল বর্জ্য নির্গমন করে পরিবেশ দূষণ করায় চট্টগ্রামের কালুরঘাটের দুটি পোশাক কারখানাকে সোয়া পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধির উপস্থিতিতে শুনানি শেষে এ জরিমানা করা হয় বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা।

কালুরঘাট ভারী শিল্প এলাকার ম্যান্স ফ্যাশন লিমিটেডকে (ওয়াশিং ইউনিট) চার লাখ ৩৮ হাজার টাকা এবংমেসার্স গ্লোবাল গার্মেন্টস লিমিটেডকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংযুক্তা দাশগুপ্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ ফেব্রুয়ারি কালুরঘাটে অবস্থিত কারখানা দুটিতে পরিবেশ অধিদপ্তরের হতে অভিযান চালিয়ে নোটিস দিয়ে সোমবার অধিদপ্তরের কার্যালয়ে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছিল।

শুনানি শেষে ত্রুটিপূর্ণভাবে ইটিপি পরিচালনা এবং তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় নির্গমণের জন্য ম্যান্স ফ্যাশন এবং তরলবর্জ্য নির্গমণের জন্য গ্লোবাল গার্মেন্টসকে জরিমানা করা হয়।