Logo

আশুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ

RMG Times
সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০১৭
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সাভারের আশুলিয়ায় ইউপি সদস্যের হাতে এক নারী পোশাক শ্রমিক (২৭) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার রাতে ওই নারী বাদী হয়ে অভিযুক্ত ইউপি সদস্য আবু তাহের মৃধার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

নির্যাতিতা ওই নারী স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ও আশুলিয়া নরসিংহপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

ঘটনার পরপরই গাঢাকা দিয়েছেন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য অভিযুক্ত তাহের মৃধা।

অভিযোগ থেকে জানা যায়,  ইউপি সদস্য আবু তাহের মৃধার বাড়িতে একসময় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করত ধর্ষণের শিকার ওই নারী। গেলো পাঁচ মাস আগে তিনি ওই বাড়ি থেকে অন্যত্র বাসা ভাড়া নেন। এরপর থেকেই আবু তাহের ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় গেলো শনিবার রাতে কারখানা থেকে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য তাহের মৃধা ও তার সহযোগীরা ওই নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে ধর্ষণ করেন।

টানা কয়েক ঘণ্টা ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান।

এ ঘটনার পর রোববার রাতেই নারী পোশাক শ্রমিক নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি, অপারেশন) জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নারী শ্রমিক নিজে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।