Logo

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বাস উল্টে ১১ নারী আহত

RMG Times
সোমবার, আগস্ট ২১, ২০১৭
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় তৈরি পোশাক কারখানার কর্মী বহনকারী বাস উল্টে ১১ শ্রমিক আহত হয়েছেন।

রোববার গভীর রাত ১টার দিকে টাইগার পাস মোড়ে ফোরএইচ গ্রুপের মালিকানাধীন একটি পোশাক কারখানার শ্রমিক বহনকারী বাস উল্টে এ ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, রাতে নগরীর আগ্রাবাদ এলাকার ওই কারখানার শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

আহতরা হলেন- আলেয়া (২৭), সালমা (১৮), মর্জিনা (২২), খুশি (২০), সখিনা (৩৫), শাহিনুর বেগম (২৫), হাসিনা বেগম (২২), সুফিয়া আক্তার (২৮), রূপা আক্তার (২০), তসলিমা আক্তার (২৫) ও ইয়াসমিন (২০)।