Logo

রংপুরে ট্রাক উল্টে নিহত ১৬, বেশিরভাগই পোশাকশ্রমিক

RMG Times
শনিবার, জুন ২৪, ২০১৭
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : রংপুরের পীরগঞ্জে সিমেন্টবাহী ট্রাক উল্টে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। কমখরচে ট্রাকের ছাদে বাড়ি ফিরতে গিয়ে শনিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতদের মধ্যে বেশিরভাগই পোশাকশ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঈদ উপলক্ষে তারা সবাই গাজীপুর থেকে ট্রাকের ছাদে করে বাড়ি ফিরছিলেন। তাত্ক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম দৈনিক ইত্তেফাককে বলেন, সিমেন্টবাহী ট্রাকটি ঢাকা থেকে রংপুরে যাচ্ছিল। কলবাগান এলাকায় পৌঁছালে হঠাত্ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝেই উল্টে যায়। এ সময় ছাদে থাকা যাত্রীরা রাস্তার উপর পড়ে যান। একই সাথে উপর থেকে তাদের উপর পড়ে সিমেন্টের বস্তা। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। এছাড়া পীরগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় মারা যান আরো পাঁচজন। সর্বমোট ১৬ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

এদিকে আহতদের মধ্যে আটজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। উদ্ধার কাজে পুলিশকে সহায়তা করে ফায়ার ব্রিগেড।

সৌজন্যে: দৈনিক ইত্তেফাক