Logo

পোশাক শ্রমিকের সন্তানদের নিয়ে ইউএসবি-আরএমজি টাইমস ক্বিরাতুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

RMG Times
সোমবার, জুন ৫, ২০১৭
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে প্রথমবারের মতো পোশাক শিল্পে কর্মরত পেশাজীবির সন্তানদের নিয়ে অনুষ্ঠিত হলো ইউএসবি-আরএমজি টাইমস ক্বিরাতুল কুরআন প্রতিযোগিতা ২০১৭। রাজধানীর উত্তরাস্থ তিন তারকা হোটেল ‘ হোটেল হাই গার্ডেন’ এর মিলনায়তনে গত ৪ জুন (রবিবার) ২০১৭ তারিখে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। 

পোশাক শিল্প নির্ভর বাংলাদেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘দি আরএমজি টাইমস’ প্রতিযোগিতাটির আয়োজন করে। প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর হিসেবে পৃষ্ঠপোষকতা করে তুর্কির বিখ্যাত সার্টিফিকেশন কোম্পানী Ulusal Sistem Belgelendirme Hizmetleri Ltd (USB) এর বাংলাদেশের পার্টনার ই-টেক্স সলুশন। প্রতিযোগিতার আয়োজনে এমআরএফ গ্রুপ, হোটেল হাই গার্ডেন, গ্রোথ টেকনোলজি লিমিটেড, হোটেল হাই গার্ডেন, প্রফিসিয়েন্ট কমপ্লায়েন্স সার্ভিসেস, এসএমএস এনভায়রনমেন্টাল অ্যালায়েন্স ও জিএসসিএস সার্বিকভাবে সহযোগিতা করেন।

বিজয়ীদের সাথে আরএমজি টাইমস সম্পাদক মি. আব্দুল আলিম

প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসা থেকে বাছাইকৃত শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মাদরাসা ভিত্তিক প্রাথমিক বাছাই পর্ব শেষে মুল পর্বে অংশগ্রহণ করে ৩০ জন প্রতিযোগি। মুল প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারকদের মুল্যায়নে সেরা চারজন কে বিজয়ী নির্বাচন করা হয়। বিজয়ীরা হলো বিশ্বনবী (সা.) দারুল উলুম মাদরাসার শিক্ষার্থী মোঃ বেলাল হোসাইন, আজমপুর মাদরাসার শিক্ষার্থী মোঃ আব্দুর রহমান, বাইতুস সালাম মাদরাসারা শিক্ষার্থী সিফাত উল্লাহ ও মাদরাসা এ রওজাতুল আদদীন এর নাইমুল ইসলাম। 

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ডিয়াবাড়ী বাইতুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাদেকুজ্জামান, আজমপুর দারুল উলুম মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারী সাফায়াত হোসেন, বিশ্ব নবী সা. দারুল উলুম মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মোঃ আমিনুল ইসলাম।

আরএমজি টাইমসের সম্পাদক মি. আব্দুল আলিমের সভাপতিত্বে ও বিশেষ প্রতিনিধি আলমগীর নাহিদের সঞ্চালনায় প্রতিযোগিতায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেরেস বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মি. আব্দুল মোত্তেলব, ই-টেক্স সলুশনের কর্ণধার মি. রাসেল পারভেজ, আরএমজি টাইমসের নির্বাহী পরিচালক মেহেদী হাসান সোহেল, প্রফিসিয়েন্ট কমপ্লায়েন্স সার্ভিসেস এর কর্ণধার মি. হাসমত আলী ও হেড অফ বিজনেস ডেপলভমেন্ট মি. আনোয়ার খালেদ প্রমুখ। 

মি. আব্দুল আলিম তার স্বাগত বক্তব্যে বলেন, আরএমজি টাইমস যাত্রার শুরু থেকেই কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। মাহে রমজান উপলক্ষ্যে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা আরএমজি টাইমসের একটি অনন্য ব্যতিক্রমী আয়োজন। আয়োজনটি সফল ভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। 

এসময় তিনি প্রতিযোগিতায় সহযোগিতা করার জন্য ইউএসবি বাংলাদেশ, সেরেস বাংলাদেশ, এমআরএফ গ্রুপ ও হোটেল গার্ডেনসহ সকল সহযোগি প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

সেরেজ বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মি. আব্দুল মোত্তালেব বলেন, মাহে রমজান উপলক্ষ্যে পোশাক শ্রমিকের সন্তানদের নিয়ে আরএমজি টাইমসের পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা একটি প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও এধরনের সকল উদ্যোগে আমাদের প্রতিষ্ঠান সকল ধরনের সহযোগিতা করবে। 

ইউএসবি বাংলাদেশ এর প্রধান কর্ণধার মি. রাসেল পারভেজ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ইউএসবি বাংলাদেশে আজকেই বাংলাদেশে তার কার্যক্রম শুরু করেছে। কার্যক্রমের শুরুতেই কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় সহযোগি প্রতিষ্ঠান হিসেবে পাশে থাকতে পেরেছি, এটা আমাদের অনেক বড় পাওয়া। ছোট ছোট শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত শুনে মুগ্ধ হয়েছি। আশা করি, আরএমজি টাইমসের এ ধরনের মহৎ উদ্যোগগুলোতে ইউএসবি বাংলাদেশ সবসময় পাশে থাকবে। 

 আগামী ১০ জুন উত্তরার ‘সেক্টর ৭ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’ এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হবে।