Logo

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক ৬ দিন নিখোঁজ

Fazlul Haque
শনিবার, মার্চ ১৯, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : সাভারের আশুলিয়ার শ্রীপুরে আশিক নামের (১৭) এক গার্মেন্টস শ্রমিক ৫ দিন নিখোঁজ রয়েছেন। ৬ দিনেও ওই গার্মেন্টস শ্রমিক উদ্ধার না হওয়ায় তার পরিবারের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

নিখোঁজ গ্রার্মেন্টস শ্রমিকের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার রহিমপুর গ্রামে। সে আশুলিয়ার শ্রীপুরে বাবা মার সাথে ভাড়া বাড়িতে থেকে স্থানীয় আনজীর এ্যাপারেলন্স সোয়েটার গার্মেন্টস এ অপারেটর পদে কর্মরত ছিলো।

গত রোববার সকালে ওই গার্মেন্টস শ্রমিক নিজ ভাড়া বাড়ি শ্রীপুর থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি।

নিখোঁজ গার্মেন্টস শ্রমিক আশিকের বাবা আরএমজি টাইমসকে মুরাদ জানায়, গত রোববার সকালে তার ছেলে আশিক শ্রীপুর বাড়ি থেকে নিজ কর্মস্থল আশুলিয়ার বাইপাইলে আনজির এ্যাপারেলন্স রওয়ানা দেন। পরে আর তার কোন খোঁজ পাওয়া যায়নি। রোববার থেকেই ওই গার্মেন্টস শ্রমিকের মোবাইল ফোন নাম্বারটি বন্ধ রয়েছে। এ ঘটনায় ওই গার্মেন্টস শ্রমিকের পরিবারের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পরে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ছেলেকে নিখোঁজের পাঁচ দিন পরেও পুলিশ উদ্ধার করতে না পারায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ওই গার্মেন্টস শ্রমিকের পরিবার। মানবেতর জীবন যাপন করেছে ওই গার্মেন্টস শ্রমিকের বাবা মা।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, নিখোঁজ ওই গার্মেন্টস শ্রমিককে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।