Logo

‘তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ অনেক উন্নত, প্রয়োজন আরও দক্ষ জনবল’-বিজিএমইএ

RMG Times
বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আগের যেকোনো সময়ের চেয়ে এখন তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ অনেক উন্নত বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

আজ বৃহস্পতিবার বিজিএমইএ অ্যাপারেল ক্লাবে এডিবির অর্থায়নে ‘বিজিএমইএ- স্কিল ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট পোগ্রাম (সেপ)’ প্রকল্পের প্রশিক্ষণ শেষে ম্যানেজমেন্ট ট্রেইনি সনদপত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

14939484_1771656883082018_5179709551471620356_o

বিজিএমইএ সভাপতি বলেন, মিড লেভেল ম্যানেজমেন্টে বিদেশিরা কাজ করলে আমাদের এখানকার লোকজন কেন কাজ করতে পারবেন না। রানা প্লাজা দুর্ঘটনার পরে অ্যাকর্ড, অ্যালায়েন্স এবং সরকার মিলে মোট ৩ হাজার ৭০০ কারখানা পরিদর্শন করেছে। এর মধ্যে ৩৯টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিদর্শনের সময়ে অনেকে মনে করেছিল, এদেশে তৈরি পোশাক ব্যবসা টিকবে না। কিন্তু আমাদের কারখানার কর্মপরিবেশ এখন অনেক উন্নত।

14883490_1771657003082006_2458559563684117664_o

এই ব্যবসা অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব বাজারে পোশাকের চাহিদার ৩৫ শতাংশ চীন পূরণ করছে। ৫ দশমিক ৯ শতাংশ পূরণের মাধ্যমে তারপরের অবস্থানে  আমরা। এছাড়া ভিয়েতনাম আমাদের কাছাকাছি রয়েছে। মিয়ানমার ঠিকমতো কাজ করছে না। আফ্রিকার শ্রমিকরাও বেশি কাজ করে না। তবে আমাদের শ্রমিকরা অনেক পরিশ্রম করে। এজন্যই এই ব্যবসা অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। আমাদের সামনে যাওয়ার আরো অনেক সুযোগ রয়েছে। কিন্তু আমরা গরিব দেশ হওয়ায় সবাই আমাদের ওপর ছড়ি ঘুরাতে চায়।

‘ইতিবাচক সংবাদ হলো, বিশ্বের চারটি বড় শক্তি ভারত, চীন, রাশিয়া ও আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। কিন্তু আমাদের প্রয়োজন দক্ষ জনবল’।

বিজিএমইএ সভাপতি বলেন, দেশে বর্তমানের প্রবৃদ্ধি বজায় থাকলে ২০২১ সালে পোশাক শিল্পের রফতানি ৫০ বিলিয়ন ডলার সম্ভব হবে। দেশ হবে মধ্যম আয়ের।

বিজিএমই’র সহ-সভাপতি মোহাম্মদ নাসির বলেন, বিজিএমইএ’র মাধ্যমে ৪৩ হাজার ৮শ’ মানুষকে দক্ষ করে গড়ে তোলা হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দক্ষ জনবলের স্বল্পতা, দুর্বলতা দূর করতে হবে। ডেনমার্কের সঙ্গে নতুন একটি প্রকল্পের কাজ করা হচ্ছে, যেখানে সামাজিক নিরাপত্তা বিষয়ে কাজ করা হবে। আমাদের বিশ্বাস এসব প্রকল্প সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে সহায়তা করবে।

এই শিল্পের চ্যালেঞ্জগুলোর চিত্র তুলে ধরে সরকারের কাছে জরুরি ভিক্তিতে এনার্জি পলিসির দাবি জানান বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, পোশাক শিল্পে মিড লেভেলের কর্মকর্তাদের অভাব অনেক বেশি।

প্রসঙ্গত, ২০০ জন ম্যানেজমেন্ট ট্রেইনি পোশাক শিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপরে বিজিএমইএ ইনিস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (বিইউএফটি), ড্যাফোডিল ইউনিভার্সিটি, ইন্টারটেক ও ইনস্টিটিউট অব অ্যাপারেল ম্যানেজমেন্ট (চট্টগ্রাম) থেকে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। এদের মধ্যে অনেকেই চাকরিতে যোগদান করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জাতীয় প্রকল্প পরিচালক) মো. জালাল আহমেদ। এছাড়া বিইউএফটি এর ভিসি প্রফেসর ড. নিজাম উদ্দিন আহমেদসহ আরও অনেকে বক্তব্য রাখেন এতে।