Logo

সাভারে গার্মেন্টস শ্রমিক-মালিক সংঘর্ষ, আহত ১০

Fazlul Haque
রবিবার, জুলাই ৩, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতনের দাবিতে রাজধানীর উপকণ্ঠ সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রপ্তানিমুখী একটি তৈরি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় মালিকপক্ষের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।

photo-1467520504আজ রোববার সকালে সাভার পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া এলাকায় ‘প্রতীক অ্যাপারেলস’ কারখানায় এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, ছয় মাস ধরে প্রতীক অ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন দেওয়ার কথা বলে টালবাহানা করে আসছিল। এর মধ্যে বেশ কয়েকবার বেতন পরিশোধের কথা থাকলেও তা না করে উল্টো শ্রমিকদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। আজ বেতন পরিশোধের কথা বলে শ্রমিকদের কারখানায় আসার কথা বললেও সকালে হঠাৎই প্রতিষ্ঠানটির মালিক কারখানা থেকে নিরাপত্তা প্রহরীর সহায়তায় দ্রুত বেরিয়ে যান। তবে অন্যান্য কর্মকর্তা কারখানার ভেতরেই অবস্থান করছেন।

এদিকে দাবি আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠানটির শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা।

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পরিচালক মোস্তাফিজার রহমান বলেন, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে কারখানাটির সামনে পুলিশ পাঠানো হয়েছে।