Logo

এইচএন্ডএম এর কারখানায় যৌন হয়রানি ও গর্ভবতী শ্রমিকদের বহিষ্কার

Fazlul Haque
রবিবার, মে ২৯, ২০১৬
  • শেয়ার করুন

hmফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : পৃথিবীর সবচেয়ে প্রাচীন পোশাক শিল্প কারখানা আজ এশিয়ার দখলে। সারা বিশ্বের প্রায় শতভাগ পোশাকের যোগান দেয় এশিয়ার শ্রমিকরা। আমেরিকা-ইউরোপকে সাশ্রয়ী মূল্যে পোশাক পরিধানের সুযোগ করে দিয়েছে। পোশাক কারখানার শ্রমিকদের অধিকাংশই নারী শ্রমিক। নারী শ্রমিকদের কঠোর শ্রম ও দক্ষ কারিগরির নিপুন ছোয়ায় তৈরী হয় সাশ্রয়ী মুল্যের তৈরী পোশাক, সৃষ্টি হয় হাজারো জনপ্রিয় পোশাক ব্র্যান্ড। অথচ সেই ব্র্যান্ডগুলির জন্য কাজ করতে গিয়েই নিরাপত্তাহীনতায় ভুগে নারী শ্রমিকরা। যৌন হয়রানীরসহ নানারকম অবহেলা লাঞ্চনার শিকার হয় প্রতিনিয়ত।

পোশাক শিল্পের অন্যতম সেরা ব্র্যান্ড এইচএন্ডএমের পোশাক কারখানায় নারী শ্রমিকদের যৌনহয়রানী, গর্ভবতী হওয়ায় জোরপূর্বক চাকরীচ্যুতসহ নারী নির্যাতনের অভিযোগ উঠেছে।

সম্প্রতি, পোশাক শিল্পের অন্যতম সেরা ব্র্যান্ড এইচএন্ডএমের পোশাক কারখানায় নারী শ্রমিকদের যৌনহয়রানী, গর্ভবতী হওয়ায় জোরপূর্বক চাকরীচ্যুতসহ নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। জীবনধারনের জন্য শ্রমিকের ন্যূনতম বেতন নির্ধারণের দাবিতে এশিয়ার পোশাক রপ্তানিকারক দেশগুলির ট্রেড ইউনিয়ন সমুহের আন্তর্জাতিক জোট “এশিয়া ফ্লোর অয়েজ এলায়েন্স”  এশিয়ার গার্মেন্টস শ্রমিকদের নিয়ে প্রকাশ করা একটি প্রতিবেদনে এই অভিযোগ করে।

“এশিয়া ফ্লোর অয়েজ এলায়েন্স” ভারত ও কম্বোডিয়ার শ্রমিক শোষণ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। এইচএন্ডএম এঁর পোশাক তৈরি করে এমন কারখানাগুলি থেকে ২৫১ জন শ্রমিকের সাক্ষাৎকারের ভিত্তিতে নির্মিত এই প্রতিবেদনে আন্তর্জাতিক শ্রম নীতিমালা বিরুদ্ধ অনেক অভিযোগ উঠে আসে। এই জরিপে প্রধানত এশিয়ায় স্বল্প মূল্যের মহিলা পোশাক কর্মীদের ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে।

প্রতিবেদনে অভিযোগ করা হয়, কম্বোডিয়াতে ১২ টি কারখানার মধ্যে ১১ টি তেই গর্ভবতী হওয়ার কারনে চাকুরী থেকে বহিষ্কারের প্রমাণ পাওয়া গেছে।

ভারতীয় ৫০ জন শ্রমিকের সবাই অভিযোগ করেছেন যে, নিয়মিতই গর্ভবতি মহিলাদের চাকুরী থেকে বহিস্কার করা হয়।

ভারতীয় ৫০ জন শ্রমিকের সবাই অভিযোগ করেছেন যে, নিয়মিতই গর্ভবতি মহিলাদের চাকুরী থেকে বহিস্কার করা হয়।

এদিকে, কর্মক্ষেত্রে যৌন হয়রানি একটি নিয়মিত ঘটনা বলে অভিযোগ করা আছে। শুধুমাত্র কম্বোডিয়াতেই ১২ টি কারখানার ৯ টির বিরুদ্ধে কর্মক্ষেত্রে যৌন হয়রানির অভিজ্ঞতার কথা উঠে এসেছে শ্রমিকদের কাছ থেকে।

কম্বোডিয়ার রাজধানী নম্পেন এঁর প্রায় সকল কারখানায় শ্রমিক নিয়োগ দেয়া হয় ১ থেকে তিন মাসের সাময়িক চুক্তিতে। ফলে কোন কারনে অসুস্থ হলে, অতিরিক্ত কাজ করতে অস্বীকৃতি জানালে বা কোনভাবে কর্তৃপক্ষের মন মত না হলে তাদের চুক্তি আর নবায়ন করা হয় না।