Logo

আন্দোলনে নোবেল বিজয়ী ড. ইউনূসের পোশাককর্মীরা

Fazlul Haque
মঙ্গলবার, মে ১০, ২০১৬
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর গ্রামীন নীট ওয়্যার লিঃ এর পোশাক কর্মীরা দাবী আদায়ে আন্দোলনে নেমেছে। মঙ্গলবার সকাল ১১ টায় বেপজা’র প্রধান কার্যালয়ের সামনে সংক্ষুব্ধ শ্রমিকরা ৮১ জন শ্রমিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধভাবে চাকরীচ্যুত করা ১৬০ জন শ্রমিককে চাকরীতে পূণঃবহালের দাবীতে মানব বন্ধন করেছে।

file

মানব বন্ধন কর্মসূচির নেতৃত্ব দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জনাব এম দেলোয়ার হোসেন। তিনি সাংবাদিকদের জানান, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব মানবতার প্রতীক। শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূসের মালিকাধীন ঢাকা ইপিজেডে অবস্থিত গ্রামীণ নীট ওয়্যার লিমিটেড দীর্ঘদিন ধরে শ্রমিক অধিকার লংঘন করে আসছে। প্রায় ১২০০ শ্রমিক এই কারখানায় কাজ করে। তাদের নিয়মিত বেতন ভাতা দেয়া হয়নি। শ্রমিকরা ২০১৪ সালের অর্জিত ছুটির বিপরীতে টাকা প্রদান ও বেতন বৃদ্ধি দাবী তুললে গত ১২ মার্চ’২০১৫ বহিরাগত সন্ত্রাসী দিয়ে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করায় কর্তৃপক্ষ এবং হঠাৎ করে বিনা নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করে দেয়। পরবর্তীতে কারখানা চালু হলেও ৮০ জন শ্রমিকের নামে ভাংচুর ও লুটপাটসহ নানারকম কাল্পপনিক মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করে তাদের পুলিশী হয়রানি ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। কারখানা খুললেও ১৬০ জন শ্রমিকদের ঢুকতে দেয়া হচ্ছে না। অন্যদিকে এ সকল শ্রমিকদের আইনানুগ ক্ষতিপূরণ, বকেয়া বেতন এবং প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকাও দেওয়া হয়নি । বিশ্ব শান্তির বিবেক ড. ইউনূসের মালিকাধীন কারখানায় শ্রমিকদের উপর এমন অনিয়ম-অত্যাচার মেনে যায় না।

মানববন্ধনে বক্তারা বলেন, ৮১ জন শ্রমিকের নামে দায়েরকৃত মিথ্যা মামলাটি প্রত্যাহার সহ সকল শ্রমিককে অবিলম্বে চাকুরীতে পূণর্বহাল করতে হবে। পূণর্বহাল না করলে টার্মিনেশনের সংজ্ঞায় টার্মিনেশন বেনিফিট, সার্ভিস বেনিফিট, অর্জিত ছুটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকাসহ সকল বকেয়া পাওনাদি পরিশোধ করার ব্যবস্থা করতে হবে।
এসময় বেপজা’র উধ্বর্তন কর্তৃপক্ষ বরবার লিখিত দাবী পেশ করা হয়। পরে সমস্যা সমাধানের লক্ষ্যে আগামীকাল বুধবার শ্রমিকদের সাথে ডিইপিজেড কর্তৃপক্ষের আলোচনা বৈঠকের ব্যবস্থা করার আশ্বাস দেয় বেপজা কর্তৃপক্ষ।