Logo

কারখানা পরিদর্শনের নামে ব্যবসা করছে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স

Fazlul Haque
বুধবার, এপ্রিল ২৭, ২০১৬
  • শেয়ার করুন

ধ্রুব সেন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত ক্রেতা সংগঠন অ্যাকর্ড এবং অ্যালায়েন্স কারখানা পরিদর্শনের নামে অভিনব ব্যবসা করছে বলে বিজিএমইএ এর এক সাবেক নেতা প্রকাশ্যে অভিযোগ তুলেছেন। গত শনিবার সিপিডির এক সংলাপে বিজিএমইএর সাবেক নেতা আরশাদ জামাল অ্যাকর্ড এবং অ্যালায়েন্স এর প্রতিনিধি ও ৬ দেশের রাষ্ট্রদূতদের সামনেই এই অভিযোগ উত্থাপন করেন।

accordalliance

বিজিএমইএর এই নেতা অভিযোগ করে বলেন, বিভিন্ন গার্মেন্টস কারখানা পরিদর্শনে এসে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স প্রতিনিধিরা ইটিপি সহ স্থাপনার কারিগরি দিক দেখা ও নিরাপত্তা বিষয়ক যন্ত্রপাতি বিশেষ কয়েকটি কোম্পানি থেকে যন্ত্রাংশ কিনতে দেন। এর সবগুলোই বিদেশী বাণিজ্যিক প্রতিষ্ঠান। কেউ কিনতে রাজি না হলে ওই কারখানার বিরুদ্ধে খারাপ রিপোর্ট দেয়া হয়।

আরশাদ জামাল বলেন, সংস্থা গুলির কারণে বাংলাদেশের অনেক পোশাক মালিক গার্মেন্ট ব্যবসা বন্ধ করে দিয়েছেন। তারা অন্য ব্যবসা শুরু করেছেন। তার মতে, অ্যাকর্ডের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আরও অনেক উদ্যোক্তা ব্যবসা বন্ধ করে দেবেন।

তবে অনুষ্ঠানে উপস্থিত অ্যাকর্ডের বাংলাদেশ শাখার নির্বাহী পরিচালক রবওয়েস অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা শুধু তথ্য আদান-প্রদান করছি। কোনো কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ থাকলে আমাদের সুনির্দিষ্টভাবে জানাতে হবে। আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তিনি বলেন, আমাদের কার্যক্রম স্বচ্ছ। আর আমরা যে তথ্য পাই, তা আমাদের ওয়েবসাইটে তুলে ধরা হয়।

তবে বেশ কয়েকটি পোশাক কারখানার সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, অ্যাকর্ড এবং অ্যালায়েন্স শুরুতে যখন ফায়ার ডোরসহ নানা নিরাপত্তামুলক যন্ত্রপাতি লাগাতে বলে তখন আমরা সেগুলো লাগালেও পরবর্তীতে কিছু নির্দিষ্ট বিদেশী কোম্পানির নাম দেয়া হয় এবং আগের যন্ত্রপাতিগুলি আর কোন কাজে আসেনি। এ ছাড়াও এরা যখন নমিনেশন দিয়ে দেয় তখন আমাদের দর কষাকষির রাস্তা স্তিমিত হয়ে যায়। অ্যাকর্ড এবং অ্যালায়েন্স এর লোকজন নিজেরা বিভিন্ন কারখানায় চুক্তি নিয়ে পরিদর্শনের আগে কন্সান্টেন্সির নামেও বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অ্যাকর্ডভুক্ত এক কারখানার জেনারেল ম্যানেজার উল্লেখ করেন।

অ্যাকর্ড এবং অ্যালায়েন্স এর প্রতিনিধিরা এসব নিরাপত্তা যত্রপাতি সরবরাহকারীদের কাছ থেকে বিশেষ সুবিধা নিচ্ছেন বলে এক পোশাক কারখানা মালিক উল্লেখ করেন। তিনি বলেন, পোশাক কারখানা মালিকরা আজ নিজের বিনিয়োগে করা কারখানায় যেন অনভিপ্রেত হওয়ার অবস্থা। সুন্দরভাবে বিনিয়োগকৃত অর্থ নিয়ে বিদায় হতে পারলে অন্য ব্যবসাই শ্রেয় বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য যে, তাজরীন ফ্যাশনের অগ্নিকান্ড ও রানা প্লাজা ট্রাজেডির পর বাংলাদেশে তৈরি পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় ক্রেতাদের গঠিত জোট অ্যাকর্ড এবং যুক্তরাষ্ট্রের ক্রেতাদের প্রতিষ্ঠান অ্যালায়েন্স কারখানা পরিদর্শন শুরু করে।