Logo

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

RMG Times
বৃহস্পতিবার, মার্চ ৭, ২০১৯
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে প্রায় আড়াই ঘণ্টা বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকদের এ বিক্ষোভে মহাখালী-মগবাজার সড়কসহ আশপাশের এলাকার সড়কে তীব্র যানজট দেখা যায়। দিনের শুরুতে গুরুত্বপূর্ণ এই সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে অফিস ও স্কুল কলেজগামী যাত্রীসহ সাধারণ মানুষ।

জানা যায়, সকালে রাজধানীর একটি পোশাক কারখানার কর্মীরা সাতরাস্তা মোড়ে অবরোধ শুরু করেন। ফলে যানজটের সৃষ্টি হয়। সকাল ১০টার দিকে পুলিশ তাদের বুঝিয়ে কর্মস্থলে ফেরত পাঠায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।