Logo

ক্রেতারা পোশাকের দাম না বাড়ালে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন কঠিন হবে

RMG Times
বুধবার, ফেব্রুয়ারি ৬, ২০১৯
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: মূল মজুরি নিয়ে অসন্তোষের রেশ ধরে টানা ৯ দিনের আন্দোলনের পর গেল ১৩ জানুয়ারি সংশোধিত হয় মজুরি বোর্ড ঘোষিত পোশাক শ্রমিকদের সর্বশেষ বেতন কাঠামো, যেখানে ৭ম বাদে বাদবাকি সবকটি গ্রেডেই সমন্বয় করা হয় বেসিক বা মূল বেতন। সবমিলিয়ে মোট মজুরি বাড়ে ষষ্ঠ গ্রেডে সর্বনিম্ন ১৫ টাকা থেকে ২য় গ্রেডে সর্বোচ্চ ৭৮৬ টাকা পর্যন্ত। বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাসির বলেন, ক্রেতারা পোশাকের দাম না বাড়ালে ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নই তাদের জন্য কঠিন হবে

পোশাকের দাম না বাড়ার চ্যালেঞ্জ থাকলেও গেল ১০ বছরে দেশের তৈরি পোশাক খাতের রফতানি বেড়েছে প্রায় আড়াই গুণ। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে এ খাতের প্রবৃদ্ধি ১৫ শতাংশ, যাও গেল ৭ বছরে সর্বোচ্চ। রফতানি বাড়ছে অপ্রচলিত বাজারেও।

এদিকে বাড়তি বেতনের চাপে পোশাক খাতের প্রবৃদ্ধি যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য ইতোমধ্য সরকার উৎসে কর কমিয়ে নামিয়ে এনেছে দশমিক ২৫ শতাংশে। এর আগেই কর্পোরেট করও কমিয়ে করা হয়েছে ১২ শতাংশ। রয়েছে ভ্যাটছাড়সহ আরও বেশকিছু প্রণোদনাও। যদিও বিজিএমইএ-এর পক্ষ থেকে মালিকদের নতুন বেতন কাঠামো সঠিকভাবে বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।