Logo

আন্তর্জাতিক শ্রম সম্মেলন শুরু আজ

Fazlul Haque
সোমবার, মে ৩০, ২০১৬
  • শেয়ার করুন

আরএমজি টাইমস ডেস্ক : আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ১০৫ তম বার্ষিক শ্রম সম্মেলন সুইজারল্যান্ডের জেনেভায় আজ ৩০ মে শুরু হয়েছে।  দশদিন ব্যাপি এই সম্মেলন চলবে ১০ জুন’২০১৬ পর্যন্ত।

wcms_447526

সম্মেলনে আইএলও’র ১৮৭ টি সদস্য রাষ্ট্রের সরকার, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে। এতে বিশ্বের বিভিন্ন শ্রমিক ইউনিয়ন তাদের অবস্থান তুলে ধরবে।

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে প্রারম্ভিক বক্তব্যে সম্মেলনের চেয়ারপার্সন দক্ষিণ আফ্রিকার  শ্রম-মন্ত্রী মিলড্রেড অলিফান্ট  বলেছেন, তিনশ মিলিয়ন মানুষ চাকরীর অভাবে দারিদ্রসীমার নিচে বাস করছে।


আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সকল সংবাদ জানতে আরএমজি টাইমসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।