Logo

কথা রাখেনি এইচএন্ডএম, আন্দোলনে বিশ্ব বিবেক

Fazlul Haque
বুধবার, মে ৪, ২০১৬
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : পোষাক শিল্পের আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান এইচএন্ডএমের বাংলাদেশের অধিকাংশ কারখানা ঝুকিঁপূর্ণ দাবী করে আমেরিকা, ইংল্যান্ড, বেলজিয়াম, ইতালি, জার্মাণি ও বাংলাদেশসহ বিশ্বের এগারটি দেশের প্রায় শতাধিক প্রধান শহরে এইচএন্ডএমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ক্লিন ক্লোথস ক্যাম্পেইন, লেবার রাইটস ফোরাম, ইউএসএএস সহ বেশ কয়েকটি এনজিও সংগঠন।

৩ মে মঙ্গলবার তারা বিভিন্ন দেশের আঞ্চলিক দপ্তরসহ শপিংমলগুলোতে গিয়ে এইচএন্ডএমের শোরুমের সামনে প্রতিবাদী স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে আন্দোলন করতে দেখা গেছে। এতে অংশগ্রহণকারী কর্মীরা সোরুমের ম্যানেজারকে এইচএন্ডএমের পণ্য বিক্রয় করতে ও ক্রেতাদের এইচএন্ডএমের পণ্য কিনতে নিরুৎসাহিত করেছেন।

[metaslider id=1346]

গতকাল ৩ মে ২০১৬ সুইডেনে এইচএন্ডএমের বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠিত হওয়ার কথা জানতে পেরে এই দিনে আন্দোলনকারীরা সারা বিশ্বের এইচএন্ডএমের দায়িত্বহীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

আন্দোলনকারীদের দাবী, ২০১৩ সালে অ্যাকর্ড তালিকাভূক্ত এইচএন্ডএমের বাংলাদেশের প্রায় ৭৫% কারখানায় ঝুকিঁমুক্ত নয়। অগ্নিনিরাপত্তার ব্যবস্থা চাহিদার তুলনায় অপ্রতুল। অথচ এইচএন্ডএম’ই ২০১৩ সালে রানা প্লাজা ধ্বসের ঘটনা পরবর্তীতে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাকর্ড বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে অগ্রণী ভূমিকা রাখেন। নির্দিষ্ট সময়ে কারখানায় স্বাস্থ্য ও অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল তারা। কিন্তু পরবর্তীতে তিনবছর কেটে গেলেও এইচএন্ডএম এখনো দায়সারা ভাব নিয়ে তাদের কারখানাগুলোতে শ্রমিকদের অনিরাপত্তার মধ্যে কাজ করাচ্ছে। আন্দোলনকারীদের প্রশ্ন, তাদের এই উদাসীনতা আর কতো দিন চলবে?

মঙ্গলবার বিভিন্ন দেশে আঞ্চলিক সদর দপ্তর, শপিং মল ও রাজপথে অবস্থান নিয়ে বাংলাদেশে এইচএন্ডএমের কারখানার শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণ করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলকারীরা জানান,  এইচএন্ডএম পোশাক শিল্পের একটি জায়ান্ট ব্র্যান্ড। বাংলাদেশে তাদের কারখানায় পর্যাপ্ত স্বাস্থ্য ও অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নেই। কারখানাগুলোতে কাজের পরিবেশও ভালো নয়। এসব উন্নয়নের জন্য এইচএন্ডএম  প্রতিশ্রুতি দিয়ে অ্যাকর্ডে চুক্তিভুক্ত হয়েছিল। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও তারা কারখানায় শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারেননি। এখনো অধিকাংশ কারখানা অনিরাপদ, শ্রমিকরা সেখানে মৃত্যু ঝুঁকি নিয়ে এইচএন্ডএমের জন্য পোশাক তৈরী করছেন।

সারা বিশ্বের আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করতে ঢাকায় এইচএন্ডএমের সোর্সিং অফিসের সামনে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডিয়ারিটি এর শ্রমিক নেত্রী কল্পনা আক্তারের নেতৃত্বে মানববন্ধন করেছে বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন ও বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশনের শতাধিক শ্রমিক নেতৃবৃন্দ।

মানবন্ধনে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হয়।