ডেস্ক রিপোর্ট: তৈরী পোশাক খাতে মৃত ৪২৯ শ্রমিকের পরিবারকে ৮ কোটি ৫৮ লাখ টাকার গ্রুপ বীমার চেক দেয়া হয়েছে। গত ১২ মে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিশনে বিকেএমইএ আয়োজিত এক অনুষ্ঠানে মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে এই চেক তুলে দেওয়া হয়।
বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমানের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান।
অনুষ্ঠানে একেএম সেলিম ওসমান আসন্ন ঈদ-উল-ফিতরের আগে প্রত্যেক কারখানা যাতে বেতন-ভাতা পরিশোধ করতে পারে, সেজন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে নগদ সহায়তা বাবদ একটি বিশেষ বরাদ্দ পেতে শ্রম প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি প্রত্যেক নিট শিল্প উদ্যোক্তাকে ঈদের আগে শ্রমিকদের সব পাওনা আইনানুযায়ী পরিশোধের অনুরোধ জানান।
মতামত লিখুন :