Logo

চট্টগ্রামে নারীদের কর্মসংস্থানে ইউএসএআইডি, পিভিএইচ ও কেয়ার বাংলাদেশের চাকরি মেলা অনুষ্ঠিত

RMG Times
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
  • শেয়ার করুন

চট্টগ্রাম, ২০ নভেম্বর, ২০২৪: নারী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ২০ নভেম্বর বুধবার, চট্টগ্রামের মোটেল সৈকতে ইউএসএআইডি’স উইমেন থ্রাইভ প্রকল্প দিনব্যাপী এক চাকরি মেলার আয়োজন করে। এ চাকরি মেলায় গার্মেন্টস সেক্টরে চাকরি প্রত্যাশী প্রায় এক হাজার  নারীকর্মী নিয়োগকর্তাদের সাথে সরাসরি সাক্ষাৎকার, কাউন্সেলিং ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক শিপন চৌধুরী, পিভিএইচ কর্পোরেশনের কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি সিনিয়র অ্যাডভাইজার জিয়া হায়দার খান এবং প্যাসিফিক জিন্স গ্রুপের পরিচালক লুৎমেলা ফরিদ।

আরো উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের ইন্টেরিম ডেপুটি কান্ট্রি ডিরেক্টর -প্রোগ্রাম, মেহরুল ইসলাম, পিপল এন্ড কালচার বিভাগের পরিচালক জেহরা সিমিন ইসলাম রহিম এবং থ্রাইভ প্রকল্পের চীফ অফ পার্টি আমানুর রহমান।

মেলায় ফোর এইচ ফ্যাশনস, ক্লিফটন টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, প্যাসিফিক জিন্স, দেশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বিডিজবস সহ  দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং পেশাগত পরামর্শ প্রদানকারী বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

থ্রাইভ প্রকল্পের উদ্যোগে বিগত বছরগুলোতে গার্মেন্টসসহ বিভিন্ন খাতে চাকরি প্রত্যাশী নারীকর্মীদের জন্য চাকরি মেলার আয়োজন করা হয়। চাকুরিদাতা ও নারীকর্মীদের ব্যাপক উৎসাহের ধারাবাহিকতায় চট্টগ্রামে এ মেলা অনুষ্ঠিত হয়।

কেয়ার বাংলাদেশ বাস্তবায়িত, ইউএসএআইডি’স উইমেন থ্রাইভ ইন বাংলাদেশ প্রকল্প গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ড পিভিএইচের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তৈরি পোশাক কারখানায় কর্মরত নারী কর্মীদের পেশাগত উন্নয়নের সুযোগ এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও লৈঙ্গিক বাধা অতিক্রম করতে সহযোগিতা করছে।

প্রকল্পের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে গার্মেন্টস কারখানায় কর্মরত ও কমিউনিটির প্রায় ১ লাখের অধিক নারীকে পেশাগত এবং জীবন দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা।