Logo

আশুলিয়া ও ডিয়াবাড়ীতে এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য আদিফা মেমোরিয়াল ট্রাস্ট’র ইফতার আয়োজন

RMG Times
শনিবার, এপ্রিল ১৫, ২০২৩
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার রাজধানী আশুলিয়া’র জিরাবোস্থ জয়গুননেছা জামিয়াতুল উলুম মাদরাসা ও উত্তরার ডিয়াবাড়ীস্থ জামি’আ মাহমুদিয়া ইসলামিয়া এতিমখানা মাদ্রাসায়  এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করে আদিফা মেমোরিয়াল ট্রাস্ট।

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও পথশিশুদের মুখে এক চিলতে হাসি ফুটাতে নেয়া উদ্যোগের অংশ হিসেবে ধারাবাহিক এই আয়োজন সম্পন্ন করা হয়।

আশুলিয়া’র জিরাবোস্থ জয়গুননেছা জামিয়াতুল উলুম মাদরাসায় ইফতার ও রাতের খাবারের আয়োজনের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় কোরআন তিলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা। এই মহতী আয়োজনে আর্থিক ও সার্বিকভাবে সহযোগিতা করেন আর্ত-মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবি বন্ধু সংগঠন ‘মানবতার কল্যাণে আমরা- (বন্ধু)’।

শিশু কিশোর মাদরাসা শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন আদিফা মেমোরিয়াল ট্রাস্ট’র প্রধান নির্বাহী ও সভাপতি মি. আব্দুল আলিম।

এসময় প্রায় দুই শতাধিক মাদরাসা শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ‘মানবতার কল্যাণে আমরা- (বন্ধু)’ সংগঠনের মূখপাত্র আনজির অ্যাপালেস লিমিটেডে ইউনিট ০২ এর সিনিয়র এক্সিউটিভ মি. সাজ্জাদুল ইসলাম, ট্রাস্ট’র কোষাধ্যক্ষ মি. ফজলুল হক, আরএমজি টাইমসের প্রধান প্রতিবেদক মি. ওয়াসিম মিয়া প্রমুখ। ।

এদিকে উত্তরার ডিয়াবাড়ীস্থ জামি’আ মাহমুদিয়া ইসলামিয়া এতিমখানা মাদ্রাসায় প্রায় দেড় শতাধিক  এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করা হয়। এই আয়োজন সম্পন্ন করেন দেশের পোশাক শিল্পে কর্মরত মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবিদের সংগঠন এইচআর এন্ড কমপ্লায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আদিফা মেমোরিয়াল ট্রাস্ট’র এর প্রধান নির্বাহী ও সভাপতি মি. আব্দুল আলিম, কোষাধ্যক্ষ মি. ফজলুল হক, এইচসিএসবি’র প্রতিষ্ঠাতা সদস্য মি. আনোয়ার সাদাত, সোহেল রানা ও আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় মি. আব্দুল আলিম বলেন, আজকে একই সাথে দুইটি মাদরাসায় প্রায় তিন শতাধিক এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আদিফা মেমোরিয়াল ট্রাস্ট উদ্যোক্তা মাত্র। দুইটি আয়োজন ‘মানবতার কল্যাণে আমরা- (বন্ধু)’ ও ‘এইচসিএসবি’ নিজেদের অর্থ, পরিশ্রম, ভালোবাসা আর সার্বিক সহযোগিতার মাধ্যমে সম্পন্ন করেছেন, কিন্তু মূল আয়োজক হিসেবে নাম দিয়েছেন আদিফা মেমোরিয়াল ট্রাস্ট’র। তাদের এমন অকৃত্রিম ভালোবাসায় ট্রাস্টে’র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

দুইটি আয়োজনেই মি. আব্দুল আলিম  ট্রাস্ট’র সৌজন্যে মাদরাসা’র কিতাবখানায় ইসলামিক পুস্তক উপহার প্রদান করা হয়। এবং ভবিষ্যতে মাদরাসা’র শিক্ষার্থীদের প্রয়োজনে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।


উল্লেখ্য, মি. আব্দুল আলিম ও মিসেস সুমাইয়া জাহান দম্পতির অতি আদরের প্রথম সন্তান ফুটফুটে সুন্দর নিষ্পাপ শিশু ”আদিফা জাহান বিনতে আলিম’। রাজধানীর উত্তরা’র বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) এর তৃতীয় শ্রেণীর ছাত্রী মাত্র ১১ বছর বয়সি ‘আদিফা’ ২০২১ সালের ২৯ আগস্ট, ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎস্যাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।  তাঁরই স্মৃতিতে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সেবা ও উন্নয়নমূলক কাজ করার লক্ষ্যে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় ‘আদিফা মেমোরিয়াল ট্রাস্ট’।