Logo

‘জিএসসিএস’র স্টেকহোল্ডারদের ইফতার মাহফিলে পোশাক শিল্প পেশাজীবিদের মিলনমেলা

RMG Times
রবিবার, এপ্রিল ৯, ২০২৩
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বনামধন্য ম্যানেজমেন্ট সিস্টেম, কমপ্লায়েন্স অডিট এবং প্রশিক্ষণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান “জিএসসিএস ইন্টারন্যাশনাল লিমিটেড” এর সেবা গ্রহিতা ও শুভাকাঙ্খীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল গতকাল শনিবার, ০৮ এপ্রিল ২০২৩, রাজধানীর উত্তরাস্থ ঢাকা বোট ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

তৈরী পোশাক শিল্প কারখানাসহ বিভিন্ন শিল্প সেক্টরের কর্মরত কমপ্লায়েন্স, মানবসম্পদ ও মার্চেন্ডাইজিং পেশাজীবি, ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্র্যান্ড প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, অডিট কোম্পানীর প্রতিনিধি, শিল্পসংশ্লষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ প্রায় দুই হাজার পেশাজীবি জিএসসিএস’র এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল পরিণত হয়েছিল পোশাক শিল্প পেশাজীবিদের উৎসবমূখর মিলনমেলায়।

ইফতার মাহফিলের আয়োজক প্রতিষ্ঠানটির কর্ণধার, জিএসসিএস এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল মোতালেব, আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জিএসসিএস এর সেবাসমূহের গুণগত মান ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জিএসসিএস ধারাবাহিকভাবে সফলতার সাথে দেশের পোশাক খাতে আর্ন্তজাতিক মানসম্পন্ন সেবা প্রদান করে আসছে। ইতিমধ্যে জিএসএসসি’র এর সফলতার গন্ডি ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকা মহাদেশের প্রায় ত্রিশটি দেশে জিএসসিএস’র সার্ভিস প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরাই সর্বপ্রথম দেশের সেডেক্স এফিলিয়েটেড অডিট কোম্পানি (এএসি) হিসেবে স্বীকৃতি লাভ করেছি যা অত্যন্ত গৌরবের। এছাড়াও আমরা টেক্সটাইল এক্সচেঞ্জ অনুমোদিত অডিট কোম্পানি, জিওটিএস এর এপ্রোভড সার্টিফিকেশন বডি, এসএলসিপি ভেরিফায়ার বডি (ভিবি) ও ট্রেনিং বডি (টিবি)। আমাদের প্রতি আপনাদের বিশ্বাস, ভরসা আর সার্বিক সহযোগিতায় জিএসসিএস এখন দেশের প্রথমসারীর অন্যতম অডিট ও সার্টিফিকেশন বডি। আপনাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকলে আমরা বিশ্বের এক নম্বর অডিট কোম্পানী হিসেবে জায়গা অর্জন করতে পারবো।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাসটেইনেবল ম্যানেজমেন্ট সিস্টেম ইনক. এর প্রেসিডেন্ট ও সিইও মি. আব্দুল আলিম, লুপডট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মি. আমিরুল ইসলাম, ই-টেক্স সলুশনস লিমিটেডে এর ম্যানেজিং ডিরেক্টর মি. রাসেল পারভেজ, ট্রাইটন টেক্সটাইল এর জেনারেল ম্যানেজার মি. শামীম আহমেদ, সোনিয়া গ্রুপের পরিচালক মি. মাহাবুবুর রহমান, জাবির ইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাদাত, বিজিএমইএর মি. মনোয়ার প্রমুখ।

চমকপ্রদ এই আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জিএসসিএস ইন্টারন্যাশনাল লিমিটেড এর সেবা গ্রহিতা, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাবৃন্দ জিএসসিএস’র সেবার মান নিয়ে ভূয়সী প্রশংসা করেন।