নিজস্ব প্রতিবেদক: দশ নারী উদ্যোক্তার দশটি পোশাক ব্র্যান্ড নিয়ে যাত্রা শুরু হলো অনলাইন ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান ‘জে২জি মার্ট’ মাল্টি ব্র্যান্ড স্টোর। গত ০৪ মার্চ ২০২২ রাজধানীর উত্তরায় এক আনন্দঘন পরিবেশে ‘জেটুজি মার্ট’ মাল্টি স্টোর এর উদ্ধোধন করেন স্বনামধন্য অভিনেত্রী মিসেস দিলারা জামান।
পোশাক শিল্পের সিনিয়র মানবসম্পদ পেশাজীবি মিসেস জয়া নন্দী’র পরিচালনায় ২০২০ সালে যাত্রা শুরু করে নিজস্ব ফ্যাশন হাউস ও ই-কমার্স প্রতিষ্ঠান‘জেটুজি মার্ট (J2G Mart)। শুরুতে নিজস্ব ব্র্যান্ড ও ৫০টি ভেন্ডর-শপের প্রোডাক্টস নিয়ে ইকমার্স প্রতিষ্ঠান শুরু হলেও, পিছিয়ে পড়া নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন মিসেস জয়া নন্দী। নারী উদ্যোক্তাদের সহযোগিতা করার মাধ্যমে সামাজিক উন্নয়নে এগিয়ে আসার লক্ষ্যেই জেটুজি মার্টকে তিনি ‘জে২জি মার্ট’ মাল্টি ব্র্যান্ড স্টোর’ এর রুপ দেন।
তিনি বলেন, দীর্ঘ ২২ বছর মানবসম্পদ পেশাজীবি হিসেবে কাজ করেছি। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে দক্ষ মানবসম্পদ আর উদ্যোক্তার সৃষ্টির জন্য পরিশ্রম করে যাচ্ছি। আমি ফ্যাশন হাউস শুরু করার পর থেকেই বেশ কিছু নারী উদ্যোক্তাদের সাথে পরিচয় হয়। যারা বাসায় হস্তশিল্পের মাধ্যমে, ছোট ছোট কারখানায় মানসম্মত প্রোডাক্টস তৈরী করছেন। কিন্তু তাদের অনেকেরই নিজস্ব কোনো ব্র্যান্ডশপ নাই। উচ্চ প্রযুক্তিসম্পন্ন ই-কমার্স প্লাটফর্মও নাই অনেকেরই। কিন্তু স্বপ্ন আছে সফল উদ্যোক্তা হবার। তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতেই আমি পরিকল্পনা করতে থাকি। আমাদের ই-কমার্স প্লাটফর্মটি পুরো নতুন করে সাজাই। দক্ষ মেধাবী নারী উদ্যোক্তাদের খুজেঁ বের করে তাদেরকে একত্রিত করি। তারই ফলশ্রুতিতে দশজন নারী উদ্যোক্তার দশটি ব্র্যান্ড নিয়ে আজকের এই ‘জে২জি মার্ট’ মাল্টি ব্র্যান্ড স্টোর’ এর নবযাত্রা।“
তিনি আরো বলেন, সরকার ও বিভিন্ন উন্নয়নমূলক সংস্থার সহযোগিতা পেলে ভবিষ্যতে প্রান্তিক নারী উদ্যোক্তা তৈরী ও উন্নয়নের মাধ্যমে সামাজিক উন্নয়নে কাজ করবো।
প্রতিষ্ঠানটির ঠিকানা – সেক্টর ৭, রোড ৩০, বাড়ি ২৩ ( দ্বিতীয় তলা ) উত্তরা, ঢাকা।
অনলাইন শপের লিংক: http://www.j2gmart.com/
মতামত লিখুন :