Logo

টঙ্গীতে পোশাক শিল্প শ্রমিকদের কল্যাণে ব্র্যাকের মতবিনিময় সভা

RMG Times
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৩, ২০২১
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাক শিল্প শ্রমিকদের কল্যাণে ব্র্যাকের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) টঙ্গীর হোসেন মার্কেট ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল সভা কক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাকের প্রোগ্রাম ম্যানেজার শেখ মুজিবুল হক, ব্রাক ওয়ান স্টপ সার্ভিস সেন্টার অপারেশন ম্যানেজার রেজভিনা পারভীন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার শিরিন।

আরও যারা উপস্থিত ছিলেন- পোশাকশিল্প  প্রতিষ্ঠান ভিয়েলাটেক্স গ্রুপের ম্যানেজার উম্মে আফিয়া আক্তার, মাসকো গ্রুপের নূর মোহাম্মদ শ্যামল, মোহাম্মদ বোরহান উদ্দিন, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ডেপুটি ডাইরেক্টর ডাঃ আরমান উল্লাহ, ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের পরিচালক আনিসুর রহমান, টঙ্গী মেরিষ্টপ ম্যানেজার উম্মুল খায়ের ফিনাট মাশুর স্নিগ্ধা , মোঃ মোখলেছুর রহমান ভূঁইয়া, লরেন্স ফরিয়া, বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা শাখার সভাপতি আনোয়ারা বেগম, সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ফেরদৌসী বেগম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গাজীপুরমোঃ মোসলেম উদ্দি, দেলোয়ার হোসেন, কবি দীন মোহাম্মদ প্রমুখ।

এ সময় গার্মেন্ট শ্রমিকদের বিভিন্ন দিক তুলে ধরে অতিথিরা বক্তব্য রাখেন। ব্রাক ওয়ান সার্ভিস সেন্টার অপারেশন ম্যানেজার রেজভিনা পারভিন বলেন, ব্রাকের পক্ষ থেকে গ্রামের হতদরিদ্র গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সেবা, আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা, আইনি সহায়তা প্রদান, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও চাকরির ব্যবস্থা, প্লে ল্যাব কাম ডে কেয়ার সেন্টার ইত্যাদি সুবিধা প্রদান করা হচ্ছে।