Logo

ইউরোটেক্স গ্রুপের শ্রমিক-কর্মচারীদের কোভিড-১৯ টিকাদান শুরু, চলবে আগামী ৫ দিন

RMG Times
বুধবার, ডিসেম্বর ২২, ২০২১
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: ইউরোটেক্স গ্রুপের সকল শ্রমিক-কর্মচারীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিত করতে কোভিড-১৯ ভ্যাক্সিন দেওয়া শুরু হয়েছে। আজ বুধবার থেকে শুরু করে ৫ দিন ব্যাপী শ্রমিকদের টিকা প্রদান করা হবে।

২২ ই ডিসেম্বর সকালে ইউরোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শহিদুল ইসলাম ভার্চুয়াল মিটিংয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

মিটিংয়ে শহিদুল ইসলাম বলেন, “সারা দেশে পোশাক শ্রমিকসহ অন্যান্য কাজে নিয়োজিত সকলের সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, তা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতায় বাস্তবায়ন করতে চেষ্টা করে যাচ্ছি।”

নারায়ণগঞ্জের সিভিল সার্জন জানান, ইউরোটেক্স নীটওয়ারে কারখানার প্রায় ৫ হাজার শ্রমিক-কর্মচারীর প্রত্যেকের টিকা গ্রহন নিশ্চত করা হবে।

গ্রুপ হেড (এইচ আর, এডমিন ও কমপ্লায়েন্স) মোঃ সেলিম চৌধুরী সোহাগ বলেন, “পোশাক শ্রমিকদের টিকা নেওয়ার ক্ষেত্রে বয়সের সীমা তুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীকে ধন্যবাদ জানাই।” সার্বিক সহযোগিতা জন্য তিনি সিভিল সার্জন ও বিকেএমইএ -এর সকল কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউরোটেক্স কারখানার শ্রমিক ফাহিমা বলেন, “সহজে টিকা পেয়ে খুবই ভালো লাগছে। আমি আগেও চেষ্টা করেছিলাম, কিন্তু রেজিস্ট্রেশনের ঝামেলার কারণে নেওয়া হয়নি।”

কারখানার পিসি কমিটির সহ-সভাপতি মোঃ ফয়সাল শেখ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “টিকা নিয়েছি এখন নিজেও সুস্থ থাকব; পরিবারের সবাইকেও সুস্থ রাখতে পারব।”

ফ্যাক্টরি ম্যানেজার মোঃ আবুল বাসার লিটন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে মোঃ সেলিম চৌধুরী সোহাগ (গ্রুপ হেড -এইচ আর, এডমিন এন্ড কমপ্লায়েন্স), মোঃ গিয়াস উদ্দিন (জিএম- একাউন্টস), মোঃ জসিম উদ্দিন (ডিজিএম-ডাইং), মোঃ আজিম (এজিএম-কোয়ালিটি), বাবু কুমার সাহা দিপ (গ্রুপ ম্যানেজার-এইচ আর, এডমিন এন্ড কমপ্লায়েন্স), মেডিকেল কর্মকর্তা ডাঃ আবু সাঈদ শুভ এবং সকল সেকশন হেড উপস্থিত ছিলেন।