Logo

বিজিএমইএ‘র উদ্যোগে পঞ্চগড়ে অর্থিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ

RMG Times
বুধবার, ডিসেম্বর ২২, ২০২১
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:পঞ্চগড়ের বোদা পৌরসভার অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে বিজিএমইএ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা, শীতবস্ত্র ও চিকিৎসা সরঞ্জাম বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন এবং এস এ এফ  হাসপাতাল চত্বরে এই ‘আর্থিক সহায়তা, শীতবস্ত্র ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজিএমইএ চেয়ারম্যান ফারুক হাসান এবং তাঁর সহধর্মিনী শারমিন হাসান উপস্থিত থেকে স্থানীয়  অসহায়দের হাতে আর্থিক সহায়তার চেক, শীতবস্ত্র এবং চিকিৎসা  সামগ্রী তুলে দেন।

 

 

এ সময় এস এ এফ হাসপাতালের পরিচালক রাজিউর রহমান রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও  বিজিএমইএ-র সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

বিজিএমইএ এর পক্ষ থেকে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার প্রায় দুই হাজার অসহায় এবং দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। তাছাড়াও এসএএফ হাসপাতাল ও সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের জন্য ১০ লাখ টাকা, অসহায় মানুষের চিকিৎসা সেবা দিতে ১০টি অক্সিজেন সিলিন্ডার এবং দুটি অক্সিজেন ঘনীভুতকারী যন্ত্র প্রদান করা হয়।