Logo

চট্টগ্রামে এইচআরকাপা’র সাধারণ সভা অনুষ্ঠিত

RMG Times
শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: দেশের তৈরি পোশাক খাতে কর্মরত মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবীদের চট্টগ্রামভিত্তিক সংগঠন ‘হিউম্যান রিসোর্স, কমপ্লায়েন্স এন্ড এডমিনিস্ট্রেশন প্রফেশনাল’স এসোসিয়েশন (এইচআরকাপা)’র সাধারণ সভা চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

এইচআরকাপা’র সাধারণ সম্পাদক জনাব মীর আলতাফ হোসেন শিপনের পরিচালনায় গত ২৪ সেপ্টেম্বর ২০২১ (শুক্রবার) সন্ধ্যায় আয়োজিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব কসশাফুল হক শেহজাদ।

হিউম্যান রিসোর্স, কমপ্লায়েন্স এন্ড এডমিনিস্ট্রেশন প্রফেশনাল’স এসোসিয়েশন (এইচআরকাপা)’র সাধারণ সভায় উপস্থিত সদস্যবৃন্দ

সভায় সংগঠনের বর্তমান সাংগঠনিক অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনাসহ ভবিষ্যত কর্ম পরিকল্পনা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ শরীফউল্লাহ, হ্যাপী বড়ুয়া, মোঃ কামরুল হাসান, ওমর ফারুক, রাজিয়া সুলতানা, জোসেফ এন্ড্রু ইউগিনি, রনজিৎ চন্দ্র কুড়ি এবং ইকরামুল হক তোফায়েল।

সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে এ.বি.এম আরমান হোসেন (বাবু), মোঃ নাজমুল হাসান প্রমুখ এবং এসময় অনলাইনে সংযুক্ত ছিলেন মোঃ নাজির আহমদ মিটু এবং মোঃ আবদুর রহমান সোহাগ।