নিজস্ব প্রতিনিধি: দেশের পোশাক খাতে কর্মরত পাবনাভিত্তিক পেশাজীবি গ্রুপ পাবনা আরএমজি প্রফেশনালস’ এর উদ্যোগে শুক্রবার (২০ নভেম্বর ২০২০) গাজীপুরের ড্রিম হ্যাভেন পার্ক অ্যান্ড রিসোর্টে এক অনাড়ম্বর পরিবেশে প্রথম ফ্যামিলি ডে-২০২০ উদযাপিত হয়।
চাকরি বিষয়ক পরামর্শ, ব্যক্তিগত, সামাজিক তথা নানাবিধ কাজে একে অপরের পাশে দাঁড়ানোর নিমিত্তে এই গ্রুপটি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পোশাক খাতে কর্মরত শুধুমাত্র পাবনাবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত হয়।
এই ফ্যামিলি ডে-তে গ্রুপের সদস্যদের পরিবারের সবাই অংশগ্রহন করে এবং সারাদিন নানা আনন্দঘন আয়োজনে সময় পার করে।
ইউনিওয়ার্ক গ্রুপের প্রধান নির্বাহী জনাব সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ইন সাইড নীট কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান জনাব খোকন রহমান, মণ্ডল গ্রুপের এজিএম জনাব খন্দকার নাজমুল আলম, নীট প্লাস লিমিটেডের মানব সম্পদ ও কমপ্লায়েন্স বিভাগের ম্যানেজার জনাব খন্দকার যোবায়ের, মন্ডল গ্রুপের মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স বিভাগের ম্যানেজার জনাব মনসুর রহমান, ইন্টারটেকের হেড অব বিজনেস অ্যাস্যুরেন্স জনাব শরীফুল ইসলাম ও সাপ্লায়ার ম্যানেজমেন্ট বিভাগের সুপারভাইজার জনাব মো. সালাউদ্দিন, বায়িং হাউসের মালিক জনাব রুমি ইসলাম, এলিট গ্রুপের জনাব আল মাহমুদ, আলিফ গ্রুপের জনাব মো. শরীফুল হক, পলমল গ্রুপের জনাব খান মো. জাহাঙ্গীর আলম, জনাব শহিদুল হক সজল, এইচঅ্যান্ডএমের মারচেন্ডাইজার জনাব মিটু, ল্যান্ডমার্ক গ্রুপের ম্যানেজার জনাব হারুনুর রশীদ, জিবি গার্মেন্স ইন্ডাস্ট্রীজ লি: এর মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স বিভাগের ম্যানেজার মিস নীলা পারভীন প্রমুখ।
মতামত লিখুন :