Logo

আড়ম্বরপূর্ণ পরিবেশে নীট প্লাস লিঃ এর বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

RMG Times
শনিবার, ডিসেম্বর ১৭, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : আড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পোশাক শিল্প রপ্তানীকারক প্রতিষ্ঠান নীট প্লাস লিঃ এর বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ডিসেম্বর, ২০১৭ গাজীপুরে মৌচাক এলাকায় অবস্থিত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে’র মাঠে বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি জনাব আজাদ আহমেদ পাটোয়ারী (এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও) এর সার্বিক তত্তাবধায়নে প্রতিষ্ঠানের এম্ব্রয়ডারী ইউনিটের এক্সিউটিভ ডিরেক্টর জনাব সৈয়দ আহসানুল হক রানা, গার্মেন্টস ইউনিটের জিএম জনাব, আকরামুল আজম সেলিম, ডাইং ইউনিটের জিএম জনাব, মোয়াজ্জেম হোসেন সরকার সহ সকল সেকশন/বিভাগীয় প্রধানদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

সকাল ০৮:০১ ঘটিকার সময় বেলুন উড়িয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন। নীট প্লাস লিমিটেড এর সকল ইউনিটের কর্মকর্তাদের পরিচিতি অনুষ্ঠানের পরই শুরু হয় ফুটবল খেলা। খেলায় ইউনিট-০১, ২-০ গোলে বিজয় লাভ করেন। এরপর পর্যায়ক্রমে বাজনা থামলে বালিশ কোথায়, প্লেট দৌড়, মোরগ যুদ্ধ, ২০০ মিটার দৌড়, অন্ধের হাঁড়ি ভাঙ্গা ও মুক্তা কুড়ানো সহ সবার জন্য ছিলো যেমন খুশি তেমন সাজো।

দুপুরের খাবারের বিরতীর পর পূনরায় ২:৩০ মিনিটে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। নিজস্ব শিল্পিদের গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্থানীয় ব্যান্ড দল ঐক্যতান এর পরিবেশনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ৬:৩০ ঘটিকার সময় লটারীর র‌্যাফেল ড্র এ দুইটি ফ্রিজ সহ সর্বমোট ২০ পুরস্কার দেওয়া হয়।