Logo

আগামী মাসের মধ্যেই মজুরী রোয়েদাদ ঘোষণার দাবি, না হলে মজুরী বোর্ড ঘেরাও

RMG Times
বুধবার, জুলাই ৪, ২০১৮
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: আগামী আগস্ট মাসের ১৪ তারিখের মধ্যেই মজুরী রোয়েদাদ ঘোষণার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ। ৩ জুলাই ২০১৮ সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত তাদের উদ্যোগে মজুরী বোর্ডের সামনে এক অবস্থান-ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রমিক আওয়াজের তথ্যমতে, কর্মসূচিতে গার্মেন্টস শ্রমিকদের মজুরী রোয়েদাদ উল্লেখিত সময়ে ঘোষণা না হলে আগামী ১৮ আগস্ট মজুরী বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন মঞ্চের সমন্বয়কারী শ্রমিকনেতা আবুল হোসাইন।

বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম, লাভলী ইয়াসমিন, সুলতানা বেগম, রফিকুল ইসলাম সুজন, আলমগীর রনি, তপন সাহা, বাচ্চু মিয়া, ইলিয়াস হোসেন, সুমাইয়া ইসলাম, স্মৃতি আক্তার, গোলাম কাদির প্রমুখ।

ছবি-শ্রমিক আওয়াজ

সংহিত প্রকাশ করে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের নেতা মাহাতাব উদ্দিন সহিদ, মো. দেলোয়ার হোসেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি কাজী রুহুল আমিন, গার্মেন্টস শ্রমিক মজুরী আন্দোলনের নেতা মো. বাহারানে সুলতান বাহার, গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের নেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল, ইন্ডাষ্ট্রিয়াল অল বাংলাদেশের নেতা নুরুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব বদরুদ্দোজা নিজাম প্রমুখ।

গত পরশু রাষ্ট্রায়াত্ব শিল্পের শ্রমিকদের ন্যূনতম মূল মজুরী ৮,৩০০/- টাকা ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দ। ন্যূনতম মজুরী ৮ হাজার টাকা হলেও তা সর্বসাকুল্যে ১৫ হাজার টাকার উপরে হবে। গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরী ১৬ হাজার টাকা দাবি করেছে। যা সরকারের এই ঘোষণার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। মজুরী বোর্ড ৩০ জুনের মধ্যে মজুরী রোয়েদাদ সরকারের কাছে পেশ করার কথা থাকলেও তা করতে ব্যর্থ হয়েছেন। এতে করে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এই ক্ষোভ যেকোন মুহুর্তে বিক্ষোভে রূপ নিতে পারে। যার দায়-দায়িত্ব মজুরী বোর্ডকেই বহন করতে হবে।

নেতৃবৃন্দ দাবি করেন, জুলাই মাসের মধ্যেই মজুরী বোর্ড গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরী রোয়েদাদ চুড়ান্ত করে সরকারের নিকট পেশ করবেন। সরকার মজুরী বোর্ডের রোয়েদাদ পর্যালোচনা করে ১৪ আগস্টের মধ্যে গেজেট প্রকাশ করবেন। অন্যথায় আগামী ১৮ আগস্ট গার্মেন্টস শ্রমিকরা মজুরী বোর্ড ঘেরাও করে তাদের দাবি আদায় করতে বাধ্য হবে।