নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অদূরে টঙ্গীতে অবস্থিত নর্দান তসরিফা গ্রুপের চারটি পোশাক কারখানার শ্রমিকদের হেপাটাইটিস-বি টিকা দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসএনভি।
সংস্থাটির ওর্য়াকিং উইথ উইমেন প্রকল্পের আওতায় শ্রমিকদের এ টিকা দেয়া হচ্ছে ।
বুধবার (১৯ এপ্রিল) নর্দান তসরিফা গ্রুপের একটি পোশাক কারখানায় আয়োজিত অনুষ্ঠানে হেপাটাইটিস-বি ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আর ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলিনারি বিশেষ অতথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এ ধরনের একটি উদ্যোগ নেয়ায় নর্দান তসরিফা গ্রুপের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি।
হেপাটাইটিস-বি জনিত স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরে রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলিনারি বলেন, এটি একটি প্রাণঘাতী রোগ, যা ধীরে ধীরে মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেয়।
‘বর্তমান বিশ্বে এ রোগটি বিশেষ করে দক্ষিণ এশীয় অঞ্চলে একটি চ্যালেঞ্জ। পরিবেশ-প্রতিবেশের কারণে পোশাককর্মীরাও এ ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আছেন।’
তাই শ্রমিকদের কল্যাণে হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশনের উদ্যোগ নেয়ায় সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান তিনি।
এসএনভি’র সহায়তায় শ্রমিকদের ভ্যাকসিনেশন সুবিধা বাস্তবায়ন করছে সেবা প্রদানকারী সংস্থা বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)।
অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (এসআরএইচআর) এবং লিঙ্গ বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার মাশফিকা জামান সাটিয়ার, এসএনভির কান্ট্রি ডিরেক্টর জেসন ব্যালেঞ্জার, এসএনভি’র ওয়ার্কিং উইথ উইমেন প্রকল্পের টিম লিডার ফারথিবা রাহাত খান, ফারুক হাসানসহ বিজিএমইএ-এর নেতারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে ‘ওয়ার্কিং উইথ উইমেন’ প্রকল্পটি পোশাক কারখানার শ্রমিকদের বিশেষ করে নারী শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে কাজ করছে।
মতামত লিখুন :