নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম বৃহৎ তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান মোহাম্মদী গ্রুপ তাদের কারখানার সব কর্মকর্তা ও কর্মচারীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে এডিসন হেলথ কেয়ার লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
এডিসন হেলথ কেয়ার লিমিটেডের ওয়েব ও মোবাইলভিত্তিক স্বাস্থ্যতথ্য অ্যাপ “Teledaktar” এর মাধ্যমে প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীর স্বাস্থ্য চেকআপ, ডিজিটাইজ পদ্ধতিতে স্বাস্থ্য তথ্য সংরক্ষণ এবং আশেপাশে স্বাস্থ্যসেবা দিচ্ছে এমন হাসপাতাল ও ডাক্তারদের সঙ্গে ই-পদ্ধতিতে ব্যবহার উপযোগী অবস্থায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় মোহাম্মদী গ্রুপের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী এডিসন নির্ধারিত প্যানেল হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।
এডিসন হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ড. এম হারুনুর রশীদ ও এবং মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ, এডিসন হেলথ কেয়ার লিমিটেডের সিওও মীর সাদিক ফয়সাল এবং মোহাম্মদী গ্রুপের নির্বাহী পরিচালক শফিকুদ্দিন, অর্থ উপদেষ্টা ইকবাল চৌধুরী, পরিচালক নাভিদুল হক এবং মানবসম্পদ উন্নয়ন ও কমপ্লায়েন্স বিভাগের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ এহতেসাম কবির।
মতামত লিখুন :