Logo

মডেল গ্রুপে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক স্যাটেলাইট কর্ণার কার্যক্রম উদ্বোধন

RMG Times
শুক্রবার, ফেব্রুয়ারি ৩, ২০১৭
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, নারায়নগঞ্জ : বাংলাদেশের পোশাক রপ্তানীতে পরিচিত নাম নারায়ণগঞ্জের মডেল গ্রুপ তাদের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। কারখানার নিয়মিত স্বাস্থ্য সেবার পাশাপাশি শ্রমিকদের পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যকে আরও বেগবান করতে এবার চালু হল স্যাটেলাইট কর্নার।
পরিবার পরিকল্পনা, মা ও শিশু বিষয়ক এই স্যাটেলাইট কর্ণার সকল শ্রমিকদের প্রতিমাসে স্বাস্থ্য বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান করাসহ পরিবার পরিকল্পনা বিষয়ক সকল ধরনের উপকরন ( সেনেটারী ন্যাপকিন, কনডম, জন্মবিরতীকরণ পিল ইত্যাদি) বিনামূল্যে প্রদান করা হবে।
 
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জনাব প্রদিপ চন্দ্র রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার, তাসনিম জেবিন বিন্তে শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা’র উপ পরিচালক মোঃ বশির উদ্দিন, মডেল গ্রুপের পরিচালক কানাই সরকার।
 
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মডেল গ্রুপের ডিজিএম (উন্নয়ন) মনির হোসেন, সহ. মহাব্যবস্থাপক (মানবসম্পাদ, প্রশাস ও  কমপ্লায়েন্স) অরুপ কুমার, উপঃ ব্যবস্থাপক (মানবসম্পাদ, প্রশাস ও  কমপ্লায়েন্স) আল আমিন, ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) মজিবুর রহমান, ও সিনিয়র অফিসার ( প্রশাসন ও মানবসম্পদ) কামাল হোসেন প্রমূখ।