Logo

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

Fazlul Haque
মঙ্গলবার, মে ৩১, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা :গাজীপুরে একটি তৈরী পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত দশটার দিকে জয়দেবপুর উপজেলার জাতীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছয়দানা বাজারে খোকন মার্কেটে অবস্থিত ‘টার্গেট ফ্যাশনস লিমিটেড’ এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।

মঙ্গলবার রাত দশটার দিকে ‘টার্গেট ফ্যাশনস লিমিটেড’ কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আকাতারুজ্জামান লিটন।

গাজীপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা আবুল হাসেম কাউসার আরএমজি টাইমসকে জানান, রাত দশটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে গাজীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে শ্রীপুর, টঙ্গী, জয়দেবপুর ও উত্তরা থেকে আরও ৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। বর্তমানে ৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তিনি আরও জানান, কারখানার গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়। এখনো আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। কারখানার মালামাল পুরে প্রচন্ড ধোয়ার সৃষ্টি হচ্ছে যা অগ্নি নির্বাচন কাজে বাধা দিচ্ছে। কারখানার দেয়াল ভেঙে পানি দেয়ার চেষ্টা চলছে।

রাত একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর জানা যায়নি।

বিস্তারিত আসছে।