Logo

টঙ্গীতে পোশাক কারখানার গোডাউনে আগুন

Fazlul Haque
শনিবার, মে ১৪, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় শনিবার বিকালে উইন্ডো গ্রুপের তানাস ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান জানান, উইন্ডো গ্রুপের তানাস ফ্যাশনের ১০তলা কারখানা ভবনের তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে বিকাল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।