নিজস্ব প্রতিবেদক, মিয়ানমার : ১৯ নভেম্বর ২০১৬ ইয়াঙ্গুনের পাঁচ তারকা হোটেল রোজ গার্ডেনে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে মিয়ানমার গার্মেন্টস এসোসিয়েশন (এমজিএমএ) বেস্ট কমপ্লায়েন্স এ্যাওয়ার্ড প্রদান করে। অন্যান্য কর্পোরেট হাউজের সাথে বাংলাদেশি সার্টিফিকেশন কোম্পানি “গ্লোবাল সাস্টেইনেবল সার্টিফিকেশন সার্ভিসেস (জিএসসিএস)” এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে। অনুষ্ঠানে মিয়ানমারের প্রায় ২০০ কারখানার প্রতিনিধি সহ মিয়ানমার, চীন, জাপান, কোরিয়া ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কমপ্লায়েন্স এক্সপার্টগণ অংশগ্রহন করেন।
এমজিএমএ এর চেয়ারম্যান ইউ মিন্ট এর শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে শুরু অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিয়ানমারের শ্রমমন্ত্রী ইউ থিন। পিস কমিশনের সদস্য ডঃ আং থেট তাঁর বক্তব্যে কারখানার মালিকদের কমপ্লায়েন্স মেনে চলার আহবান জানান। তাঁর কথা মাঝে তিনি বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের পিছনে গার্মেন্টস অবদানের কথা উল্লেখ করেন বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।
গ্লোবাল সাস্টেইনেবল সার্টিফিকেশন এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল মোত্তালেব কে মিয়ানমার এর এই অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করার কারন জানতে চাইলে তিনি বলেন “মিয়ানমার পোশাক খাতের অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ, তাই মিয়ানমারে আমি আমার ব্যবসা প্রসারের স্বার্থেই এই বিনিয়োগ করেছি”।
অনুষ্ঠানে কেটিকে গার্মেন্টস কারখানাকে সেরা কারখানার স্বীকৃতি দেয়া হয় এবং মিয়ানমারের শ্রম মন্ত্রী উক্ত কারখানার প্রতিনিধির হাতে সম্মাননা তুলে দেন। ডিনার এবং অতিথিদের আলোকচিত্র ধারনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মতামত লিখুন :