Logo

তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়

Fazlul Haque
সোমবার, এপ্রিল ১৮, ২০১৬
  • শেয়ার করুন

rmg
ছবি : ফজলুল হক

ডেস্ক রিপোর্ট : তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ। ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ২৫ দশমিক ৫ বিলিয়ন ডলার তৈরি পোশাক রপ্তানি করে। যা মোট তৈরি পোশাকের বাজারের মাত্র ৫ শতাংশ। অন্যদিকে তৈরি পোশাকের মোট বাজারের ৪০ শতাংশ দখল করে বিশ্বে প্রথম তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে চীন। বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় হলেও প্রথম স্থান অধিকারী চীনের তুলনায় আটভাগের এক ভাগ। তবে তৈরি পোশাক খাত ইতোমধ্যে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যে পরিণত হয়েছে। এখানে সরাসরি প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত আছে। তৈরি পোশাক শিল্পকে কেন্দ্র করে দেশের অর্থনৈতিক কর্মকান্ডের বড় অংশ আবর্তিত হচ্ছে।

এ বিবেচনা থেকে বাংলাদেশের পোশাক শিল্প মালিকরা ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন মূল্যের তৈরি পোশাক রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মাধ্যমে একদিকে কর্মসংস্থান বাড়বে। অন্যদিকে তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের হার বাড়বে।