ফজলুল হক, নিজস্ব প্রতিনিধি : সোসাইটি নিবন্ধন সনদ পেলো পোশাক শিল্প জগতের মানবসম্পদ পেশাজীবিদের শীর্ষ সংগঠন “বাংলাদেশ সোসাইটি ফর অ্যাপারেল হিউম্যান রিসোর্স প্রফেশনালস” (বিশার্প)। বাংলাদেশের সোসাইটি নিবন্ধনের প্রাগৈতিহাসিক আইন “সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০” এর অধীনে গত ১০ সেপ্টম্বর ২০১৭ তারিখে “বাংলাদেশ সোসাইটি ফর অ্যাপারেল হিউম্যান রিসোর্স প্রফেশনালস” নামে নিবন্ধন সনদ প্রদান করে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্তৃপক্ষ রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস। বিশার্পের প্রাপ্ত সনদ নাম্বার এস-১২৭২০/২০১৭।
সংগঠনটির সাধারণ সম্পাদক মি. নূরে এ খান আরএমজি টাইমসকে বলেন, ২০১৫ সালের শেষের দিকে বিশার্পের যাত্রা শুরু হয়। খুবই স্বল্প সময়ে বাংলাদেশের পোশাক শিল্পে কর্মরত এইচআর পেশাজীবিদের নিয়ে বিশাল পরিবার গড়েছি। গত বছরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সংগঠনের সকলের প্রত্যাশায় সাড়া দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আগেই বিশার্পের সোসাইটি নিবন্ধন সম্পন্ন করবো। সকলের সহযোগিতায় আমরা সফল হয়েছি। সোসাইটি নিবন্ধন প্রাপ্তি আমাদের অনেক বড় অর্জন।
তিনি আরো বলেন, পোশাক শিল্পের এইচআর প্রফেশনালদের সংগঠনগুলোর মধ্যে বিশার্পই প্রথম নিবন্ধিত সংগঠনের সম্মান অর্জন করলো। প্রত্যাশার প্রাপ্তিকে উৎসবে পরিণত করতে আগামী ২১ অক্টোবর জমকালো আয়োজনে সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। এবারের অনুষ্ঠানে দেশের সকল সংগঠনের নেতৃস্থানীয় নিমন্ত্রণ করা হবে। সকলের সাথে মত বিনিময় করে বিশার্পের আগামী দিনের কর্ম পরিকল্পনা সাজানো হবে।
এদিকে বিশার্পের নিবন্ধন প্রাপ্তির খবরে সংগঠনের সকলের মাঝে ব্যাপক প্রাণচঞ্চলতা ও উৎসব আমেজ বিরাজ করছে। পোশাক খাতের এইচআর প্রফেশনালদের প্রথম নিবন্ধিত সংগঠনের গর্বিত সদস্য হওয়ার আনন্দ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
মতামত লিখুন :