নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের পোশাক শিল্পের পেশাজীবিদের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি ফর অ্যাপারেল হিউম্যান রিসোর্স প্রফেশনালস’ (বিশার্প) এর আয়োজনে ঢাকায় কেপিআই (KPI-Key Performance Indicator) ভিত্তিক কর্মদক্ষতা ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই ২০১৭, শুক্রবার রাজধানীর উত্তরাস্থ “টেরাস বিস্ত্রো” নামক একটি রেস্টুরেন্টে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন অস্ট্রেলিয়ার কেপিআই ইন্সটিটিউট কর্তৃক বাংলাদেশের একমাত্র কেপিআই সার্টিফাইড প্রফেশনাল ও প্র্যাক্টিশনার ‘স্যাভি কন্সালটেন্সি এবং ট্রেইনিং’ এর সিইও মি. মোস্তফা কামাল। এতে বিভিন্ন পোশাক শিল্প কারখানায় কর্মরত প্রায় অর্ধ শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষণার্থীদের ডাটা উপাত্তের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক কর্মমূল্যায়ন পদ্ধতি 1হাতে কলমে শেখানো হয় এবং যাতে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের উন্নতির জন্য কাজ করতে পারে এমন প্রয়োজনীয় টুলের (Tool) সাথে পরিচয় করানো হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী একাধিক প্রশিক্ষনার্থী জানান, দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালাটি খুবই প্রাণবন্ত ও ফলপ্রসু ছিল। এধরনের কর্মশালা প্রতিটি প্রতিষ্ঠানে হওয়া জরুরী। তাহলে প্রতিষ্ঠানের উন্নয়নে সকলেই তাদের করনীয় ঠিক করতে পারবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশার্পের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মি. নূরে এ খান।
মতামত লিখুন :