Logo

অ্যালায়েন্সও বয়লার যাচাই করতে চায়

RMG Times
সোমবার, জুলাই ১৭, ২০১৭
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : পোশাক খাতে সংস্কার তদারকিতে থাকা উত্তর আমেরিকার ব্র্র্যান্ড ক্রেতাদের জোট অ্যালায়েন্সও চায় বাংলাদেশের পোশাক কারখানাগুলোর বয়লার সক্ষমতা যাচাই করতে। সংস্থাটি নিয়মিত কর্মকাণ্ডেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়ে সংশ্লিষ্ট কারখানা নিয়মিত পরিদর্শনে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছে। তাদের এই প্রস্তাব ও ইচ্ছা পূরণে দেশে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সহযোগিতাও চাওয়া হয়েছে।
 
রোববার বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা চান অ্যালায়েন্সের বাংলাদেশ প্রধান জিম মরিয়ার্টি। তিনি জোটের পক্ষে বৈঠকে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে সংগঠনের পক্ষে নেতৃত্ব দেন সভাপতি সিদ্দিকুর রহমান। বৈঠকে অংশ নেন অ্যালায়েন্স এবং অপর ক্রেতা জোট ইউরোপের অ্যাকর্ড অন বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি বাংলাদেশের বিষয়ে সংগঠনের দায়িত্বশীল সহ-সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও পরিচালক মিরান আলীসহ ঊর্ধ্বতন নেতারা।
 
বৈঠকে অ্যালায়েন্সের প্রস্তাবনায় বাংলাদেশের পোশাক কারখানারগুলোর বয়লার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় তারা শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের তথ্য পর্যালোচনা করেন। তথ্যানুযায়ী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে সাড়ে ৫ হাজার বয়লার আছে। মেয়াদ উত্তীর্ণ বয়লারের সংখ্যা ৮০০। এ প্রসঙ্গ উল্লেখ করে অ্যালায়েন্সের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের যেসব কারখানা থেকে অ্যালায়েন্সভুক্ত ব্র্যান্ড ক্রেতারা পোশাক কিনে থাকে, জোট কেবল সেসব পোশাক কারখানারই বয়লার সক্ষমতার বিষয়টি নিয়মিত দেখভাল করবে।
 
বৈঠকের বিষয়ে জানতে চাইলে মাহমুদ হাসান খান বাবু বলেন, মাল্টিফ্যাবস কারখানায় বয়লার বিস্ফোরণের পর কর্মপরিবেশের নিরাপত্তায় নতুন করে বয়লারকে অন্তর্ভুক্ত করতে চায় অ্যালায়েন্স।
 
এ বিষয়ে জোটের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। কারখানা মালিকরা যাতে অ্যালায়েন্সের কর্মকর্তাদের এ বিষয়ে সহযোগিতা করেন। তিনি বলেন, এ বিষয়ে সহযোগিতা দিতে বিজিএমইএ রাজি হয়েছে।