Logo

মাল্টিফ্যাবসে বয়লার বিস্ফোরণ : দায়ী ব্যক্তিদের বিচার দাবি

RMG Times
বুধবার, জুলাই ৫, ২০১৭
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : গাজীপুরে মাল্টিফ্যাবস কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। অবিলম্বে শ্রম আইন বদল করে নিহত সব শ্রমিককে বাকি জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে ওই জোট।

আজ বুধবার গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

কাশিমপুর নয়াপাড়া এলাকায় অবস্থিত ওই কারখানায় গত সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বয়লার বিস্ফোরণ হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘যে বয়লারটি বিস্ফোরিত হয়েছে তা মেয়াদহীন ছিল। বয়লার চালু করার পর কয়েকবার সংকেত দিয়ে বন্ধ হলে শ্রমিকরা অভিযোগ করার পরও বয়লার অপারেটর তা চালু রাখেন এবং প্রচণ্ড বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় কর্মরত শ্রমিকদের শরীর। এরই মধ্যে ১৩ জনের লাশ পাওয়া গেছে, এখনো নিখোঁজ আছে অন্তত তিনজন। অসংখ্য আহত শ্রমিক ও পথচারীদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।’

বক্তারা আরো বলেন, ‘মালিক ও কর্তৃপক্ষের পরিষ্কার অবহেলার কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে। ফলে একে কোনোভাবেই দুর্ঘটনা বলা যাবে না বরং এটা একটি নিশ্চিত কাঠামোগত হত্যাকাণ্ড এবং এর দায়ভার কোনোভাবেই মালিক ও বয়লার পরিদর্শকরা এড়াতে পারেন না।’

নেতারা আরো বলেন, ‘অবিলম্বে সকল নিহত শ্রমিকের নাম-পরিচয় প্রকাশ করতে হবে, যারা এখন পর্যন্ত নিখোঁজ আছেন তাদের পরিচয়ও প্রকাশ করতে হবে এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকারি কোষাগার থেকে অনুদান দিয়ে শাক দিয়ে মাছ ঢাকা চলবে না।’

বক্তারা বলেন, ‘এই কাঠামোগত হত্যার দায় কারখানার মালিক, বয়লার অপারেটর ও কর্মরত প্রকৌশলী এবং বয়লার পরিদর্শকরা কোনোভাবেই এড়াতে পারেন না। ফলে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’