নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পোশাক শিল্পে কর্মরত কর্মকর্তাদের সংগঠন ‘কমপ্লায়েন্স এইচআর এডমিন অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশন’ (CHAOWA) চাওয়া ইফতার মাহফিল ১৬ জুন ২০১৭ তারিখে (শুক্রবার) রাজধানীর উত্তরাস্থ শী সেল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলের অনুষ্ঠানে আগামী ২০১৭-২০১৯ দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মঞ্জুর মোর্শেদ সভাপতি ও কামরুজ্জামান চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
এর আগে ৫ মে ২০১৭ চাওয়ার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নির্বাহী কমিটির পূণঃনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সভাপতি ও সেক্রেটারি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছিলেন যথাক্রমে মি. রফিকুল ইসলাম ও কমল সরকার। শীগ্রই তাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা থাকলেও ইফতার মাহফিলের অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই অসুস্থ্যতার কারণ দেখিয়ে তাদের পদ থেকে অব্যাহতি নেন। পরে সকল কার্যকরী কমিটির সাধারণ সদস্যদের উপস্থিতিতে নতুন ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলামকে সংগঠনের প্রধান উপদেষ্টা, মঞ্জুর মোর্শেদকে সভাপতি ও কামরুজ্জামান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মোঃ রফিকুল ইসলাম , ১ম সভাপতি জনাব তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কমল সরকার, সাংগঠনিক সম্পাদক এ এম এ জাবেদ , সহ-সাধারণ সম্পাদক এস এম সেলিম আহমেদ প্রমুখ ৷
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মি. কামরুজ্জামান চৌধুরী সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, চাওয়ার বিগত নয় বছরের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে আরো নতুনত্ব ও দৃঢ় প্রত্যয় নিয়ে সংগঠনের জন্য নিবেদিত থাকতে চেষ্টা করবো। সংগঠনের সদস্যদের পেশাগত দক্ষতা অর্জনে নামমাত্র ফি’তে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করবো।
এ সময় তিনি জানান, ঈদের পরে জাঁকজমকপূর্ণ আয়োজনে সংগঠনের সকল সদস্যদের অংশগ্রহণে ঈদ পূণর্মিলনী ও নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠান করা হবে।
মতামত লিখুন :