Logo

চাওয়া’র (CHAOWA) ইফতার মাহফিল ১৬ জুন

RMG Times
সোমবার, জুন ১২, ২০১৭
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পোশাক শিল্পে কর্মরত কর্মকর্তাদের সংগঠন ‘কমপ্লায়েন্স এইচআর এডমিন অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশন’ (CHAOWA) চাওয়া ইফতার মাহফিলের আয়োজন করেছে। ইফতার মাহফিলটি আগামী ১৬ জুন  ২০১৭ তারিখে (শুক্রবার)  রাজধানীর উত্তরাস্থ শী সেল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। 

সংগঠনের সাধারণ সম্পাদক কমল সরকার আরএমজি টাইমসকে জানান, চাওয়া বাংলাদেশের পোশাক শিল্প পেশাজীবিদের একটি শীর্ষস্থানীয় সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই দক্ষ মানবসম্পদ তৈরীতে নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ বৈঠক, নিয়মিত গেট টুগেদারসহ নানান কর্মসূচি গ্রহণ করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরও মাহে রমজানকে উপলক্ষ্য করে সকল সদস্যের সাথে মিলিত হতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আশা করছি, ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে ইফতারে সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্খীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। 

ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য সকল সদস্যদের প্রতি আহবান করা হয়েছে। অংশগ্রহণের রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে মাত্র ২০০ টাকা।